Image

শেষ বিকালে হাসান মাহমুদের ২ উইকেট

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
শেষ বিকালে হাসান মাহমুদের ২ উইকেট

শেষ বিকালে হাসান মাহমুদের ২ উইকেট

শেষ বিকালে হাসান মাহমুদের ২ উইকেট

বাংলাদেশকে প্রথম ইনিংসে ২৬২ রানে অলআউট করে পাকিস্তান পায় ১২ রানের লিড। এরপর ব্যাটিংয়ে ৯ রানেই হারিয়ে বসে ২ উইকেট। পরপর দুই ওভারে হাসান মাহমুদের শিকার ওপেনার আবদুল্লাহ শফিক ও খুররম শাহজাদ। দিনের খেলা শেষ হওয়ার আগে পাকিস্তানের লিড ২১ রানের, হাতে বাকি ৮ উইকেট। রাওয়ালপিন্ডিতে খেলা বাকি এখনও দুই দিনের। ঘুরে দাঁড়িয়ে চালকের আসনে বাংলাদেশ।

লিটন দাসের ঐতিহাসিক সেঞ্চুরিতে বাংলাদেশ পায় স্বস্তি। যেখানে সকালের সেশনটা ছিল ভুলে যাওয়ার মতো। ২৬ রানে ৬ উইকেট হারনো বাংলাদেশ শেষ পর্যন্ত অলআউট হয় ২৬২ রানে। ১৩৮ রানের অনবদ্য ইনিংস খেলে রাওয়ালপিন্ডিতে লিটন পেলেন উষ্ণ অভ্যর্থনা। 

লিটনের দাপুটে ব্যাটিংয়ের সাথে দুই জুটি বাংলাদেশের ইনিংসের হয়েছে ভীত। ক্যারিয়ারে চতুর্থ সেঞ্চুরিতে লিটন দলকে প্রায় অসম্ভব অবস্থানে পৌঁছে দেন। ৯ম উইকেট ৬৯ রানের জুটিতে তার সঙ্গী হন হাসান মাহমুদ। এর আগে মিরাজ-লিটন মিলে যোগ করেন ১৬৫। 

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা পাকিস্তান দ্বিতীয় ওভারেই হারায় ওপেনার আবদুল্লাহ শফিককে। ব্যাট হাতে ৫১ বলের লম্বা ইনিংসে লিটনকে যোগ্য সঙ্গ দেওয়া হাসান মাহমুদ ১৩ রানে ছিলেন অপরাজিত। এরপর বল হাতে নিয়েই দলকে দিলেন ব্রেকথ্রু। ৩ রানে থাকা শফিকের বিদায়ের পর নাইটওয়াচম্যান হিসেবে নামা খুররম শাহজাদেরও স্টাম্প ভেঙে দেন হাসান। 

৩.৪ ওভারে ৯ রানে দুই উইকেট হারিয়ে পাকিস্তান তৃতীয় দিনের খেলা শেষ করে। সাইম আইয়ুব অপরাজিত থাকেন ৬ রানে। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three