সেমিফাইনালে ওঠার লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে বড় হার বাংলাদেশের
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 5 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
মুশফিকের প্রথম টেস্টে সতীর্থ, শততম টেস্টে কোচ আশরাফুল
-
2
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ফিরছেন ম্যাট হেনরি, টিকনার থাকছেন দলে
-
3
বলবয় থেকে ব্যাটিং কোচ: আশরাফুলের ফিল সিমন্সের সঙ্গে ২৫ বছরের সম্পর্ক
-
4
সেমিফাইনালে ওঠার লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে বড় হার বাংলাদেশের
-
5
ফিরে আসার গল্প: ব্যাট হাতে নয়, এবার কোচ হিসেবে মোহাম্মদ আশরাফুল
সেমিফাইনালে ওঠার লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে বড় হার বাংলাদেশের
সেমিফাইনালে ওঠার লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে বড় হার বাংলাদেশের
হংকংয়ের মং ককের মাঠে আজ রীতিমতো আগুন ঝরেছে ব্যাটে-বলে। তবে সেই আগুনে পুড়েছে বাংলাদেশই। হংকং ইন্টারন্যাশনাল সিক্সেস টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৫৪ রানে হেরে বিদায় নিয়েছে টাইগাররা।
টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৬ ওভারে ২ উইকেটে ১৪৯ রান তোলে অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট হাতে নেমে ৫ উইকেটে ৯৫ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস। শুরু থেকেই ভয়াবহ বোলিং চাপে পড়ে দলটি, যা কাটিয়ে উঠতে পারেননি কেউই।
অস্ট্রেলিয়ার হয়ে শুরুটা করেন ওপেনার বেন ম্যাকডারমট, যিনি মাত্র ১৪ বলে ৮ ছক্কায় ৫১ রান করে রিটায়ার্ড হার্ট হন। অধিনায়ক অ্যালেক্স ক্রসও ছিলেন আগ্রাসী মেজাজে ৭ ছক্কা ও ১ চারে ১১ বলে ৫০ রান করে তিনিও মাঠ ছাড়েন। শেষ দিকে উইলিয়াম বশিস্টো যোগ করেন ৬ বলে ৩০ রান।
বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে বেশি ভুগেছেন স্পিনাররা। রাকিবুল হাসান প্রথম ওভারেই ২৪ রান দেন, যদিও তিনিই ফেরান ওপেনার জ্যাক উডকে। দ্বিতীয় ওভারে মোসাদ্দেক হোসেন চার ছক্কা হজম করে ২৫ রান দিলেও বশিস্টোকে আউট করেন। এরপর অস্ট্রেলিয়ার রানের বন্যা থামাতে পারেননি কেউ। সবচেয়ে কম রান দেন আবু হায়দার, তাঁর ওভার থেকে আসে ১৮ রান। হাবিবুর রহমানের এক ওভারেই ক্রস তুলে নেন পাঁচ ছক্কা ও এক চার। শেষ ওভারেও হায়দারের বলে ওঠে ২৮ রান।
১৫০ রানের টার্গেটে নেমে প্রথম ওভারেই তিন উইকেট হারিয়ে ভেস্তে যায় বাংলাদেশের আশা। ক্রিস গ্রিনের ঘূর্ণিতে একে একে সাজঘরে ফেরেন হাবিবুর রহমান, অধিনায়ক আকবর আলী ও জিসান আলম। মোসাদ্দেকও দ্রুত আউট হলে দুই ওভার শেষে স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ২৮।
শেষ দিকে কিছুটা প্রতিরোধ গড়েন আবু হায়দার রনি, ১৮ বলে ৭ ছক্কা ও ২ চারে ৫০ রানে অপরাজিত থাকেন তিনি। রাকিবুল হাসানও ১০ বলে ২৫ রান করেন, কিন্তু ততক্ষণে ম্যাচ অনেক দূরে সরে গেছে বাংলাদেশের নাগাল থেকে।
এই জয়ে সেমিফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া, যেখানে তাদের প্রতিপক্ষ পাকিস্তান। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে পাকিস্তান ৫ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে।
