Image

অনুশীলনে এতো পরিশ্রম, তবুও পারফর্ম্যান্স কেন এমন?

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 সপ্তাহ আগেআপডেট: 1 সেকেন্ড আগে
অনুশীলনে এতো পরিশ্রম, তবুও পারফর্ম্যান্স কেন এমন?

অনুশীলনে এতো পরিশ্রম, তবুও পারফর্ম্যান্স কেন এমন?

অনুশীলনে এতো পরিশ্রম, তবুও পারফর্ম্যান্স কেন এমন?

গেল দুই দিনে ১৪৪ ওভারের বেশি ফিল্ডিং করা বাংলাদেশের খেলোয়াড়রা ব্যাট করতে নেমে হল বিপর্যস্ত। শুরুর ওভারেই কাগিসো রাবাদার শিকার সাদমান ইসলাম। তিনে নামা জাকির হাসান করলেন কেবল ২। মাহমুদুল হাসান জয় আউট হলে ২৯ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশের। টিকলেন না নাইটওয়াচম্যান হাসান মাহমুদও। চট্টগ্রামের তীব্র গরমে টানা দুই দিন ফিল্ডিং ক্লান্তির কারণেই কি এমন হাল হয়েছে ব্যাটারদের? 

বাংলাদেশের স্পিন বোলিং কোচ জানালেন পেশাদার খেলোয়াড়দের শরীরে ক্লান্তি পাওয়া মানায় না। দ্রুত চার উইকেট হারালেও বড় বিপদ দেখছেন না মুশতাক। ক্রিকেটারদের জন্যে তার টোটকা, বিশ্বাস রেখে লড়াই করতে হবে। 

টানা দুই দিন ক্রিকেটারদের ফিল্ডিং করা নিয়ে মুশতাক বললেন, 'একটু ক্লান্ত হতেই পারে, তবে হওয়া উচিৎ নয়। তবে পেশাদার দল হিসেবে এমন ভাবা যাবে না। পেশাদারভাবে আপনাকে ব্যাটিং করতে হবে এবং যত সম্ভব পরিশ্রম করতে হবে। চার উইকেট হারানো খুব বড় ব্যাপার নয়। এটা এমন ভাবা যাবে না। পরিস্থিতি যাই হোক, আপনাকে লড়তে হবে, বিশ্বাস রাখতে হবে।' 

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের খেলোয়াড়দের আত্মবিশ্বাস কম? 'আমার মনে হয় না, তাদের আত্মবিশ্বাস কম। আমি যদি সৎ থেকে উত্তর দেই, সম্ভবত প্রক্রিয়া অনুসরণের ঘাটতি আছে। প্রক্রিয়া হলো, পরিস্থিতি বুঝতে পারা। গেম অ্যাওয়ারনেসের কথাও বলব। কখন বল ছাড়তে হবে, কখন একটু দেখে খেলতে হবে, এই পাঁচ ওভার সাবধান থাকতে হবে। তাদের আত্মবিশ্বাসের কমতি দেখি না। পরিস্থিতি বুঝতে হবে। যত দ্রুত বুঝবে, আমি বিশ্বাস করি, বিশ্বাস করি, বিশ্বাস করি, বিশ্বাস করি… তারা তত দ্রুত শিখবে।' 

অনুশীলনে এত পরিশ্রমের পরও ম্যাচে কেন এই দশা? 'একদিনে একটি গাছ বড় করতে পারবেন? পানি দিতে হবে, বিশ্বাস রাখতে হবে যে গাছটি বড় হবে। একজন মালি হিসেবে আমরা এটাই করতে পারি। কোচ হিসেবে আমরাও এটি করি। একদিনে গাছ বড় করতে পারবেন না। একদিন না একদিন, দ্রুত হোক অথবা দেরিতে, তারা ছায়াও দেবে ফলও দেবে।' 

Details Bottom