Image

শুরুর বিপর্যয় ভুলে লিটন-মিরাজের লড়াই

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
শুরুর বিপর্যয় ভুলে লিটন-মিরাজের লড়াই

শুরুর বিপর্যয় ভুলে লিটন-মিরাজের লড়াই

শুরুর বিপর্যয় ভুলে লিটন-মিরাজের লড়াই

গতকাল বিকেলে হাসিমুখে মাঠ ছেড়ে যাওয়া বাংলাদেশ দল আজ সকালে দেখল চরম বিপর্যয়। সকালের সেশনের শুরুর ঘন্টাতেই বাংলাদেশের নেই ৬ উইকেট। বাংলাদেশের স্কোরবোর্ডে অবস্থা হয়ে যায় এমন শোচনীয়, ২৬/৬। ওপেনার সাদমানের ১০ রান ছাড়া বাকি পাঁচ ব্যাটার আউট হন সিঙ্গেল ডিজিটে। এরপর অবশ্য লিটন-মিরাজের ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। এখনও বাংলাদেশ পিছিয়ে ১৯৯ রানে। 

২৬ রানে ৬ উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ গড়েন প্রতিরোধ। পরের ১ ঘন্টায় আর কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ করে ৭৫ রান। মিরাজ ৩৩ ও লিটন ১৩ রানে অপরাজিত। লিটন ও মিরাজ অবিচ্ছিন্ন ৪৯ রানের জুটি...

সকালের সেশনে প্রথম ১ ঘণ্টার ১০ ওভারের মধ্যে বাংলাদেশ হারিয়ে বসে ৬ উইকেট। খুররম নিয়েছেন ৪ উইকেট, মীর হামজা নিয়েছেন ২ উইকেট। খুররম শাহজাদ পরপর দুই ওভারে ধ্বস নামিয়ে দেন টাইগার টপ অর্ডারে। শুরুতে ক্যাচ বানিয়ে ফেরান ১ রানে থাকা ওপেনার জাকির হাসানকে। নিজের পরের ওভার করতে এসে খুররমের জোড়া শিকার, দু'বারই ভাঙেন স্টাম্প।

ইনিংসের প্রথম ডেলিভারিতেই নতুন জীবন পাওয়া সাদমান ইসলাম ২৩ বলে ১০ রান করে খুররম শাহজাদের বলে বোল্ড হয়ে ফিরেছেন। পরের ৩ বলের মধ্যে অধিনায়ক নাজমুল হোসেন শান্তও হারান স্টাম্প। শাহজাদের ফুল লেংথ ডেলিভারি এলোমেলো করে দেয় শান্তর স্টাম্প। খুররমের জোড়া আঘাতের পর নবম ওভারের প্রথম বলে মুমিনুলকে মোহাম্মদ আলীর ক্যাচ বানান মীর হামজা। শান্ত ৪ রান করতে পারলেও ১ রানের বেশি পাননি মুমিনুল।

মীর হামজা এখানেই ক্ষান্ত হননি, তুলে নিয়েছেন মুশফিকুর রহিমের উইকেটও।  উইকেটকিপারের হাতে ক্যাচ দেন মুশফিক। পরের ওভারে নেই সাকিব আল হাসানও। আর তাতেই যেন মহাবিপদে বাংলাদেশ।

তবে মিরাজ-লিটন জুটিতে বাংলাদেশের প্যাভিলিয়নে ফিরেছে স্বস্তি। দুজনের অবিচ্ছিন্ন ৪৯ রানের জুটিতে লড়াইয়ে ফিরল বাংলাদেশ।  

Details Bottom
Details ad One
Details Two
Details Three