Image

এশিয়া কাপে আবারও পুরোনো চিত্র

৯৭ প্রতিবেদক: তাকি বিন মহসিন

প্রকাশ: 6 ঘন্টা আগেআপডেট: 36 মিনিট আগে
এশিয়া কাপে আবারও পুরোনো চিত্র

এশিয়া কাপে আবারও পুরোনো চিত্র

এশিয়া কাপে আবারও পুরোনো চিত্র

এশিয়া কাপে আবারও পুরোনো চিত্র—‘সমীকরণের দিকে তাকিয়ে’ বাংলাদেশ ক্রিকেট। গ্রুপ পর্বের লড়াই শেষ হলেও এখনো নিশ্চিত হয়নি লিটন দাসদের সুপার ফোরে জায়গা।

তিন ম্যাচে দুই জয় ও এক হারে বাংলাদেশ পেয়েছে ৪ পয়েন্ট। তবে মাইনাস ০.২৭০ নেট রান রেটের কারণে সুপার ফোরের টিকিট মিলছে না এত সহজে। তাকিয়ে থাকতে হচ্ছে শ্রীলঙ্কা–আফগানিস্তান ম্যাচের দিকে।

গ্রুপের শীর্ষে শ্রীলঙ্কা—তাদেরও ৪ পয়েন্ট, তবে শক্তিশালী নেট রান রেট +১.৫৪৬। দুই পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আফগানিস্তান, কিন্তু রান রেটে তারা অনেক এগিয়ে +২.১৫০।

হিসাব তাই একেবারে স্পষ্ট, শ্রীলঙ্কা জিতলেই বাংলাদেশ ও লঙ্কানরা দুই দলই যাবে সুপার ফোরে। কিন্তু আফগানিস্তান জিতলে তখন খেলা হবে নেট রান রেটের অঙ্কে। সেই পরিস্থিতিতে বাংলাদেশকে বাদ দিতে হলে আফগানিস্তানকে জিততে হবে বড় ব্যবধানে। আগে ব্যাট করলে অন্তত ৭১ রানের ব্যবধানে আর রান তাড়া করলে অন্তত ৫৩ বল হাতে রেখে। অন্যথায় শ্রীলঙ্কা ও আফগানিস্তানই যাবে পরের রাউন্ডে।

এ জটিল সমীকরণ এড়ানো যেত হংকংয়ের বিপক্ষে আরও দ্রুত জয় পেলে। ম্যাচ শেষে এ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে ওপেনার তানজিদ হাসান তামিম বলেন, 'পস্তানোর কিছু নেই। যা চলে গেছে, সেটা চলে গেছে। এখন আমাদের সামনে যে সমীকরণ আছে, সেটাই দেখার বিষয়।’

বাংলাদেশের জয়ে ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দেন তামিম । ম্যাচ শেষে নিজের এবং ওপেনিং পাওয়ারপ্লের ব্যাটিং নিয়ে এই বাঁহাতি বলেন,
“আসলে উইকেটটা অনেক ড্রাই ছিলো। আমাদের (সাইফ হাসান ও তানজিদ তামিম) মধ্যে কমিউনিকেশন বেশ ভালো ছিলো। আমরা প্রথম দুই তিন ওভারে কীভাবে খেলব সেটা আগেই আলোচনা করেছি। তারপর ধীরে ধীরে রানে ফিরেছি। ব্যাক টু ব্যাক ওভারে বাউন্ডারি আসায় পাওয়ারপ্লে অনেক সহজ হয়ে গেছে আমাদের জন্য।”

শুধু ব্যাটিং নয়, দলের বোলিং আক্রমণ নিয়েও আস্থা প্রকাশ করেছেন তামিম। তিনি বলেন,
“আমাদের বোলিং লাইনআপ এক কথায় ওয়ার্ল্ড ক্লাস। টি–টোয়েন্টি ক্রিকেটে সবাই অনেক অভিজ্ঞ। আজকে যে স্কোরটা হয়েছে আমাদের দৃঢ় বিশ্বাস ছিলো বোলাররা সেটা ডিফেন্ড করতে পারবে। আর তারা সেটা করে দেখিয়েছে। অবশ্যই এর কৃতিত্ব পুরো বোলিং ইউনিটের।” অভিজ্ঞ পেসার থেকে শুরু করে স্পিনার, সবাই মিলে দলকে কাঙ্ক্ষিত জয় এনে দিয়েছেন বলে মন্তব্য করেন তামিম।

এদিকে আফগানিস্তানের স্পিনারদের জন্য আলাদা কোনো কৌশল ছিলো কিনা জানতে চাইলে তামিম স্পষ্ট জবাব দেন,
“এমন কোনো বিশেষ পরিকল্পনা ছিলো না। আমরা প্রতিপক্ষের নাম নয়, বল দেখে খেলার চেষ্টা করেছি। এই মানসিকতা নিয়েই ব্যাট করেছি, তাই কাজটা সহজ হয়ে গেছে।”

শেষ ম্যাচে নেট রান রেট মাথায় ছিল কি না এমন প্রশ্নে তিনি খোলাসা করে বলেন- 'অবশ্যই মাথায় ছিল। সুযোগও ছিল বড় ব্যবধানে জেতার। হলে দলের জন্য ভালো হতো। কিন্তু হয়নি। দিনের শেষে আমাদের জিততে হতো, আমরা সেটা করেছি।’

বাংলাদেশ ক্রিকেটে এশিয়া কাপ বা আইসিসি টুর্নামেন্ট মানেই কখনো না কখনো নেট রান রেটের হিসাবের খেলা। সমর্থকেরা মজাও করেন 'সমীকরণ মেলানোর দল বাংলাদেশ’। তবে তামিম অবশ্য বলছেন- 'আমরা এভাবে দেখি না। প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। মাঠে নামলে শতভাগ দেওয়ার চেষ্টা করি।’

এখন তাই সবুজ-লাল জার্সিধারীদের চোখ লঙ্কানদের ম্যাচের দিকে। সমীকরণ মেলালে বাংলাদেশের টিকিট মিলবে না কি আবারও স্বপ্ন থেমে যাবে প্রথম রাউন্ডেই। তার উত্তর মিলবে আগামীকাল  শ্রীলঙ্কা–আফগানিস্তান লড়াই শেষে।
 

Details Bottom
Details ad One
Details Two
Details Three