Image

ওয়ানডে মেজাজে জাকির, বাংলাদেশের উড়ন্ত শুরু

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ওয়ানডে মেজাজে জাকির, বাংলাদেশের উড়ন্ত শুরু

ওয়ানডে মেজাজে জাকির, বাংলাদেশের উড়ন্ত শুরু

ওয়ানডে মেজাজে জাকির, বাংলাদেশের উড়ন্ত শুরু

পাকিস্তানকে টেস্ট ফরম্যাটে প্রথমবারের সিরিজ হারানো, এমনকি হোয়াইটওয়াশের সুযোগ এসেছে বাংলাদেশের। পাকিস্তানকে ব্যাকফুটে ঠেলে দেওয়ার রাওয়ালপিন্ডির চতুর্থ দিনে করেছেন হাসান মাহমুদ ও নাহিদ রানা। আর তাতেই বাংলাদেশের সামনে টেস্ট জয় ও হোয়াইটওয়াশের জন্য দাঁড়িয়ে যায় ১৮৫ রানের সহজ টার্গেট। জাকির হাসান ও সাদমান ইসলামের ওপেনিং জুটি বাংলাদেশকে দেখাচ্ছে বড় স্বপ্ন। 

হাসানের ৫ উইকেটে ১৮৫ রানের লক্ষ‍্য; চা বিরতির আগের ৬ ওভার খেলতে নেমে কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। এরমধ্যে রান এসেছে ৩৭। আগ্রাসী মেজাজে ব্যাট করে যান জাকির হাসান। ২১ বলের ২৭ রান নিয়ে অপরাজিত থেকে টি ব্রেকে যান। তার সঙ্গী সাদমানের রান ৮। 

৩৭ রান করা বাংলাদেশকে ম্যাচ জিততে করতে হবে আরও ১৪৮ রান, হাতে বাকি পুরো ১০ উইকেট। 

এর আগে হাসান-নাহিদ আধিপত্য বিস্তার করে পাকিস্তানকে গুঁড়িয়ে দেয় ১৭২ রানে। হাসানের ফাইফার পূর্ণ হলেও নাহিদ রানাকে ৪ উইকেট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। দ্বিতীয় ইনিংসের পাকিস্তানের হারানো ১০ উইকেটের সবটিই যায় পেসারদের দখলে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three