অধিনায়কের সঙ্গে তর্কে জড়িয়ে ২ ম্যাচ নিষিদ্ধ আলজারি জোসেফ
-
1
অ্যাশেজের বাকি দুই টেস্টে বড় ধাক্কা অস্ট্রেলিয়ার, নেই কামিন্স-লায়ন
-
2
এক ওভারে পাঁচ উইকেট: টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ইতিহাস গড়লেন ইন্দোনেশিয়ার প্রিয়ানদানা
-
3
রশিদ খানের বুলেটপ্রুফ জীবন: নিজের দেশে খেলতে না পারার গল্প
-
4
ভারতের বিপক্ষে সিরিজের জন্য নিউজিল্যান্ড দলে প্রথমবার ডাক জেডেন লেনক্সের
-
5
সিলেট টাইটান্সের নতুন আশা, এবার কিন্তু অইজিবো মানসিকতা
অধিনায়কের সঙ্গে তর্কে জড়িয়ে ২ ম্যাচ নিষিদ্ধ আলজারি জোসেফ
অধিনায়কের সঙ্গে তর্কে জড়িয়ে ২ ম্যাচ নিষিদ্ধ আলজারি জোসেফ
শাস্তি পেলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার আলজারি জোসেফ। মাঠে অপেশাদার আচরণের কারণে তাকে ২ ম্যাচের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি। ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ডের তৃতীয় ওয়ানডে চলাকালে অধিনায়ক শাই হোপের সঙ্গে তর্কে জড়িয়ে মাঠ থেকে বেরিয়ে গিয়েছিলেন আলজারি। এই ঘটনার শাস্তি স্বরূপ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে তাকে।
সেদিন টিভি স্ক্রিনে অধিনায়ক শাই হোপকে কিছু একটা বোঝাতে দেখা যায় আলজারি জোসেফকে, স্লিপের ফিল্ডারের পজিশন নিয়ে তিনি খুশি নন। তবে কথা বলার সময় বিরক্ত প্রকাশ করেন। এবং এক পর্যায়ে মাঠ ছেড়ে বেড়িয়ে যান।
অবশ্য নিজের আচরণের জন্য ক্ষমা চেয়েছেন আলজারি জোসেফ, "আমি ব্যক্তিগতভাবে অধিনায়ক শাই হোপ, আমার সতীর্থ ও ম্যানেজমেন্টের কাছে ক্ষমা চেয়েছি। আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করি ওয়েস্ট ইন্ডিজ ভক্তদের কাছেও। আমি বুঝতে পারছি, বিবেচনাবোধের ছোট্ট একটা বিচ্যুতিও বড় ধরনের প্রভাব ফেলতে পারে। হতাশার কারণ হয়ে আমি গভীরভাবে অনুতপ্ত।"
ওয়েস্ট ইন্ডিজের কোচ ড্যারেন স্যামি ওই ঘটনার পর এটিকে 'অগ্রহণযোগ্য আচরণ' বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, "ক্রিকেট মাঠে এমন আচরণ অগ্রহণযোগ্য। আমরা সবাই বন্ধু হয়ে থাকব। আমি যে সংস্কৃতি তৈরির চেষ্টা করছি, সেখানে এটা মেনে নেয়া যায় না। এই বিষয়ে আমরা অবশ্যই কথা বলব।"
আলজারি জোসেফের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়ে ওয়েস্ট ইন্ডিজের ডিরেক্টর অব ক্রিকেট মাইলস বাসকোমবে বলেন, "আলজারির আচরণ ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের মৌলিক মূল্যবোধের সঙ্গে সংগতিপূর্ণ নয়। এ ধরনের আচরণ উপেক্ষা করা যায় না। ঘটনার তীব্রতা আমলে আমাদের সুস্পষ্ট ব্যবস্থা নিতে হয়েছে।"
