আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির মালিক হলেন অজয় দেবগন
৯৭ প্রতিবেদক: তাকি বিন মহসিন
প্রকাশ: 2 মাস আগে আপডেট: 1 সেকেন্ড আগে 
                                আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির মালিক হলেন অজয় দেবগন
আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির মালিক হলেন অজয় দেবগন
বলিউড অভিনেতা অজয় দেবগনও এবার যোগ দিলেন ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগে (আইএসপিএল)। আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির মালিকানা কিনে নিলেন তিনি। এর আগে অমিতাভ বচ্চন (মুম্বই), সালমান খান (দিল্লী), অক্ষয় কুমার (শ্রীনগর), সইফ-কারিনা (কলকাতা), হৃত্বিক রোশন (বেঙ্গালুরু), রামচরণ (হায়দরাবাদ) এবং সুরিয়া (চেন্নাই) এই লিগে দল কিনেছেন। এবার তাঁদের সঙ্গে তাল মিলিয়ে লড়বেন অজয়ও।
আইএসপিএলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে, তৃতীয় আসরে আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির হয়ে যুক্ত হচ্ছেন অজয় দেবগন। যুক্ত হয়ে এই অভিনেতা বলেন, “এই লিগ শুধু নতুন প্রতিভা খুঁজে বের করছে না, বরং তাদের আলোর মঞ্চও দিচ্ছে। আহমেদাবাদের মতো প্রাণবন্ত শহরের প্রতিনিধিত্ব করা আমার জন্য গর্বের।”
আইএসপিএলের কোর কমিটির সদস্য শচীন টেণ্ডুলকার জানান, “যাঁরা টেনিস বলের ক্রিকেট খেলেন, তাঁদের স্বপ্নপূরণের মঞ্চ তৈরি করে দিচ্ছে এই লিগ। খেলার পাশাপাশি নিজেকে প্রমাণ করারও সুযোগ পাচ্ছেন ক্রিকেটাররা। নতুন দল যুক্ত হওয়ায় আরও বেশি তরুণের সুযোগ তৈরি হলো।”
উল্লেখ্য, আইএসপিএলের দ্বিতীয় মৌসুমে দর্শকপ্রিয়তায় রেকর্ড তৈরি হয়েছিল। ২৮ মিলিয়নের বেশি দর্শক লিগটি দেখেছেন টিভিতে। প্রথম মৌসুমের তুলনায় দর্শকসংখ্যা বেড়েছে ৪৭ শতাংশ। এদিকে আসন্ন মৌসুমের জন্য ইতিমধ্যে ৪২ লাখের বেশি খেলোয়াড় নিবন্ধন করেছেন। ভারতের ১০১টি শহরে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টের খেলোয়াড় ট্রায়াল।
 

 
                         
                                                 
                 
                                
                             
                                     
                                     
                                     
                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                 
                            
                         
                            
                        