আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর মিরাজের ভাবনায় ওয়েস্ট ইন্ডিজ সিরিজ
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 2 মাস আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
নিলামের আলো কাড়লেন মুস্তাফিজ, কেকেআরে রেকর্ড ৯.২০ কোটি
-
2
আইপিএল নিলামে নাম ডাকাই হয়নি পাঁচ বাংলাদেশির, তাসকিনকে নিতে আগ্রহ ছিল না কারও
-
3
নিলাম শেষে এক নজরে আইপিএলের ১০ দলের চূড়ান্ত স্কোয়াড
-
4
কিপটে বোলিংয়ে বার্তা, বিগ ব্যাশের মঞ্চে রিশাদের অভিষেক
-
5
তৃতীয় অ্যাশেজ টেস্টে কামব্যাক কামিন্স-লায়নের, বাদ ডগেট ও নেসার
আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর মিরাজের ভাবনায় ওয়েস্ট ইন্ডিজ সিরিজ
আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর মিরাজের ভাবনায় ওয়েস্ট ইন্ডিজ সিরিজ
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে টানা তিন ম্যাচ হেরে বড় ধাক্কা খেল বাংলাদেশ। টাইগারদের জন্য ওয়ানডে সংস্করণে এমন ফল আগে কখনো হয়নি। এশিয়া কাপ ও আফগানিস্তান সিরিজ মিলিয়ে প্রায় দেড় মাসের সংযুক্ত আরব আমিরাত সফর শেষ করে দেশে ফিরছে দল, সঙ্গে আছে গভীর হতাশা।
টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে সহজে হারিয়ে আসলেও ওয়ানডেতে ব্যর্থতার সাক্ষী হয়েছে বাংলাদেশ। শেষ ম্যাচে ৯৩ রানে অলআউট হয়ে ২০০ রানে হারের মুখে পড়েছে টাইগাররা। বিশেষ করে ব্যাটিং বিভাগে বাজে পারফরম্যান্সটাই সবচেয়ে বড় উদ্বেগের কারণ। এ বছর খেলা আট ওয়ানডেতে মাত্র একবারই বাংলাদেশ পুরো ম্যাচে অলআউট হয়নি।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, "আমাদের অনেক ভুল ছিল। রান করতে পারিনি। আমাদের কাছে সুযোগ এসেছে, কিন্তু ঠিকঠাক কাজে লাগাতে পারিনি। দলের সবাই এটা মেনে নিয়েছে আমরা ভালো খেলিনি। তাঁদের খুব ভালো বোলিং আক্রমণ ছিল। কিন্তু আমাদের তা সামলানো উচিত ছিল।"
বর্তমানে র্যাংকিংয়ে দশ নম্বরে থাকা বাংলাদেশের জন্য ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনাও অনিশ্চিত হয়ে উঠেছে। বাকি আছে ২৩টি ম্যাচ। আফগানিস্তান সিরিজ শেষ হওয়ার মাত্র তিন দিন পর টাইগারদের নামতে হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
সিরিজ শুরুর আগে মিরাজ সতর্ক করে বলেছেন, "আমরা কিছু নির্দিষ্ট বিষয়ে চিন্তিত। যদি আমরা রান না করি, জিততে পারব না। আমাদের টপ ও মিডল অর্ডার ব্যাটসম্যানদের রান করতে হবে। কীভাবে পরের সিরিজে ভালো করা যায় এটা নিয়ে আমরা ভাবছি।"
