Image

শ্রীলঙ্কাকে হারিয়ে ইমার্জিং এশিয়া কাপের চ্যাম্পিয়ন আফগানিস্তান

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 সপ্তাহ আগেআপডেট: 1 সেকেন্ড আগে
শ্রীলঙ্কাকে হারিয়ে ইমার্জিং এশিয়া কাপের চ্যাম্পিয়ন আফগানিস্তান

শ্রীলঙ্কাকে হারিয়ে ইমার্জিং এশিয়া কাপের চ্যাম্পিয়ন আফগানিস্তান

শ্রীলঙ্কাকে হারিয়ে ইমার্জিং এশিয়া কাপের চ্যাম্পিয়ন আফগানিস্তান

ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে আফগানিস্তান। শিরোপা নির্ধারণী ম্যাচে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৩৩ রানে করে লঙ্কান 'এ' দল। জবাবে ১৮.১ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে লক্ষ্য তাড়া করে শিরোপা ঘরে তোলে আফগানিস্তান 'এ' দল। 

রবিবার ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা 'এ'। আফগান বোলারদের দাপটে মাত্র ১৫ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলে লঙ্কানরা।

তারপর দলের হাল ধরেন পবন রত্নায়েক এবং সাহান আরচ্চিগে। ২০ রান করে পবন আউট হলে আরচ্চিগের সাথে যোগ দেন নিমেশ ভিমুকথি। দুজনে মিলে গড়েন ৪২ রানের জুটি। আরচ্চিগে করেন ৪৭ বলে ৬৪ এবং নিমেশ করেন ১৯ বলে ২৩ রান। লঙ্কান 'এ' দলের ইনিংস থামে ১৩৩ রানে।

আফগানিস্তান 'এ' দলের হয়ে মোহাম্মদ ঘাজানফার ২ টি ও বিলাল সামি নেন ৩ টি উইকেট। 

১৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথমেই ধাক্কা খায় আফগানিস্তান 'এ' দল। শূন্য রানে ফিরে যান ওপেনার জুবাইদ আকবরি। আরেক ওপেনার সেদিকুল্লাহ করেন ৫৫ বলে ৩টি চার ও একটি ছক্কায় ৫৫ রান। অধিনায়ক দারউইস রাসুলি করেন ২৪ রান। শেষ দিকে মোহাম্মদ ইশাক ১৬ রান এবং করিম জানাতের ৩৩ রানে ১১ বল হাতে রেখে লক্ষ্য তাড়া করে ফেলে আফগানিস্তান। 

 

শ্রীলঙ্কার আরচ্চিগে, দুশান হেমন্ত ও ইশান মালিঙ্গা একটি করে উইকেট নেন। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three