হোয়াইটওয়াশের খুব কাছে থেকে লাঞ্চে গেল বাংলাদেশ
- 1
অ্যান্টিগায় প্রথম দিনে বাংলাদেশি বোলারদের শিকার ৫ উইকেট
- 2
শুরুর ১৫ মিনিটেই হাসান মাহমুদের দুই উইকেট, এরপর বিবর্ণ বাংলাদেশ
- 3
টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক সেঞ্চুরি করে তিলক বার্মার বিশ্বরেকর্ড
- 4
ঢাকা লিগে ৮ ক্রিকেটারসহ ৯ জনকে নি'ষিদ্ধ করল বিসিবি
- 5
জমকালো আয়োজনে উন্মোচিত হল এনসিএল টি-টোয়েন্টির লোগো, দেখা যাবে সরাসরি
হোয়াইটওয়াশের খুব কাছে থেকে লাঞ্চে গেল বাংলাদেশ
হোয়াইটওয়াশের খুব কাছে থেকে লাঞ্চে গেল বাংলাদেশ
কানপুর টেস্টের পঞ্চম দিনে কঠিন চ্যালেঞ্জের সামনে থেকে খেলা শুরু করে বাংলাদেশ। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মুমিনুল হক এবার হয়েছেন পুরোপুরিভাবে ব্যর্থ। তবে এর মাঝেই স্বস্তি এনে দিয়েছেন ওপেনার সাদমান ইসলাম। প্রথম বাংলাদেশি ওপেনার হিসেবে ভারতের মাটিতে টেস্টে পেয়েছেন ফিফটি। অধিনায়ক শান্ত দায়িত্ব নেওয়ার বদলে দলকে ডুবিয়েছেন আরও বিপদে। ১ রানের বেশি পাননি লিটন দাস, সাকিব আল হাসান হয়েছেন ডাক। শেষ পর্যন্ত মুশফিক বোল্ড হলে বাংলাদেশ ১৪৬ রানে গুটিয়ে যায়।
কানপুর টেস্ট জিততে ভারতের দরকার ৯৫ রান। লাঞ্চ ব্রেকের ঠিক আগের বলে জাসপ্রীত বুমরাহ বোল্ড করলেন ৩৭ রানে থাকা মুশফিককে।
২ উইকেটে ২৬ রান নিয়ে বাংলাদেশ পঞ্চম দিনের খেলা শুরু করে, তখনও পিছিয়ে ছিল আরও ২৬ রানে। আগের দিনের দুই অপরাজিত ব্যাটার সাদমান ইসলাম ও মুমিনুল হক লম্বা সময় ব্যাট করার মানসিকতা ঠিক করেই উইকেটে আসেন। কিন্তু মুমিনুল অশ্বিনের ফাঁদে পা ফেলে মুহূর্তেই নিলেন বিদায়। অহেতুক সুইপ খেলতে গিয়ে লেগ স্লিপে হয়েছেন ক্যাচ। আগের ইনিংসে ১০৭ রানে অপরাজিত থাকা মুমিনুল পরের ইনিংসে ২ রানের বেশি করতে পারেননি।
এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ওপেনার সাদমানের সঙ্গী হন। বেশ দেখে-শুনেই এই দুই বা-হাতি ব্যাটার দলের সংগ্রহ টানতে থাকে। পিছিয়ে থাকা বাংলাদেশ একসময় পেয়ে যায় লিডের দেখা। তবে বল হাতে নিয়েই ভারতকে গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু এনে দেন রবীন্দ্র জাদেজা। দ্বিতীয় ইনিংসের ২৮তম ওভারে নিজের প্রথম ওভার করতে আসেন। দ্বিতীয় ডেলিভারিতেই ভেঙে দেন ১৯ রানে থাকা নাজমুল হোসেন শান্তর স্টাম্প। রিভার্স সুইপে খেলতে গিয়ে বলের লাইন মিস করে স্টাম্প হারান শান্ত। দলীয় ৯১ রানে ৪র্থ উইকেট হারায় বাংলাদেশ।
৯৭ বলে পঞ্চাশ ছুঁয়েছেন সাদমান। আর তাতেই নাম লেখান রেকর্ড বইয়ে। টেস্ট ক্রিকেটে ভারতের মাঠে ফিফটি পাওয়া প্রথম বাংলাদেশি ওপেনার সাদমান ইসলাম। এরপর অবশ্য ইনিংস আর এগোতে পারেননি সাদমান। আকাশ দ্বীপের বলে গালি অঞ্চলে থাকা জাইসাওয়ালের হাতে ক্যাচ হন। পরপর দুই ইনিংসে এক আকাশের কাছেই উইকেট দিয়েছেন সাদমান।
শান্ত, সাদমান পরপর দুই ওভারে বিদায় নিলে ক্রিজে তখন দুই নতুন ব্যাটার মুশফিকুর রহিম ও লিটন দাস। কিন্তু ৮ বল খেলা লিটনও প্যাভিলিয়নে ফিরে যান পরের ওভারে। লিটনের গ্লাভসে বল ছুঁয়ে যায় উইকেটকিপার রিশাব পান্টের গ্লাভসে, ফেরার আগে ৮ বল খেলে করেন কেবল ১। শেষ চার টেস্টের মধ্যে ৩ বারই লিটনের উইকেট শিকার করেন জাদেজা।
এক জাদেজার স্পিন ঘূর্ণিতেই যেন অসহায় হয়ে পড়ে বাংলাদেশ। সাকিব আল হাসান দেশের বাইরে নিজের শেষ টেস্ট ইনিংসে হয়েছেন ডাক। জাদেজার বলে তার হাতেই তুলেন ফিরতি ক্যাচ। হতাশ সাকিব শূন্য হাতে ফেরত যান প্যাভিলিয়নে। লাঞ্চ ব্রেকের ঠিক আগের ওভারে জাসপ্রীত বুমরাহ অ্যাকশনে এসে শিকার করেন মেহেদী হাসান মিরাজকে। ব্যক্তিগত ৯ রানে মিরাজ ফিরলে মুশফিকের সঙ্গী হন তাইজুল ইসলাম।