An Emotional Farewell Message from Imrul Kayes Before His Final Match in Whites
97 Repoter: 97author
Publish : 4 hours agoUpdate: 1 second agoAn Emotional Farewell Message from Imrul Kayes Before His Final Match in Whites
An Emotional Farewell Message from Imrul Kayes Before His Final Match in Whites
Imrul Kayes has announced his retirement from international Test cricket and first-class cricket. On Saturday, he will take the field at Mirpur’s Sher-e-Bangla Stadium for his final match. Ahead of this significant moment, Imrul shared an emotional post on Facebook, reflecting on his cricketing journey and leaving fans deeply moved.
Imrul Kayes has played a total of 39 international Test matches, scoring 1,797 runs at an average of 24.3.
Below is the complete text of his heartfelt Facebook post from Friday:
"Assalamu Alaikum, I am Imrul Kayes.
With respect and love for the cricket-loving fans of Bangladesh, I want to share something important — tomorrow, the 16th, I will officially bid farewell to my first-class and Test cricket career. This marks one of the most emotional and challenging moments in my 17-year cricketing journey.
Test cricket has always been special to me. Since I began playing cricket, I dreamt of representing my country in Tests. The person who inspired and encouraged me the most to pursue this dream is no longer with me today. He is far away from me now. Without him, I might not have become a cricketer, or the Imrul Kayes I am today. That person is the most special in my life — my father!
My father used to say, 'The day you play at Lord's and raise your bat to acknowledge the crowd, I will be the happiest man!'
When I was just 6 or 7 years old in Meherpur, my father crafted a cricket bat for me. He would bowl, and I would bat. I always tried to uphold cricket with the values and honesty instilled by my father. As I bid farewell to Test cricket, I wish he were here to share this emotional moment with me. Though my father is not here today, I have fulfilled his dream of transforming from 'Meherpur’s Imrul' to 'Bangladesh’s Imrul Kayes,' thanks to the love and encouragement of the people of Bangladesh — of you all!
I am deeply grateful to all the people, both in Bangladesh and abroad, whose support and love have given me the strength and courage to perform better time and again.
I have always considered playing cricket for my country as an honor and a passion. I tried my best, succeeded at times, and failed at others. But I always ensured that I gave my 100%.
I had a desire to contribute even more to my country’s cricket. However, in light of reality, I want the next generation to fulfill that dream. InshaAllah, through their hands, Bangladesh will earn greater respect in world cricket and one day conquer the world stage.
At this farewell moment, I want to express my gratitude to some individuals:
First, my coach Jamilur Rahman Sad Bhai, and also Shamsul Bhai, Ehsan Sir, Humayun Uncle, Khaled Mahmud Sujon Bhai, Coach Babul Bhai, Coach Salahuddin Sir, Fahim Sir, the groundsmen, officials, umpires, match referees, and supporting staff of BCB who have contributed to my journey.
I am grateful to the Khulna Divisional Sports Association and the Meherpur District Sports Association. From Meherpur to Rajshahi and finally to wearing the red and green jersey for Bangladesh — my biggest support has been BCB. A heartfelt thank you to BCB. I also want to thank Bangladesh's electronic and print media for bringing my game and voice to you.
To my wife, who made my good and bad times much easier, helping me gather the courage and strength to rise again during difficult times.
To my mother, whose prayers and love made me the Imrul Kayes of today.
However, I am only retiring from Test cricket. I plan to continue playing ODI and T20 cricket for a few more years, especially in the BPL and DPL. I hope BCB respects my wishes and allows me to do so. If given the opportunity, I want to work in a different capacity for the betterment of Bangladesh cricket with the same love and support from you all.
On the 16th, after the match at Mirpur Stadium, I hope to spend a few moments with you all — the ones who have carried me throughout this journey. Please keep me in your prayers. See you on the 16th, after the match, for the victory of cricket and for the victory of Bangladesh!
— Imrul."
As Imrul Kayes prepares to take the field for one final time in whites, fans and well-wishers are left reminiscing about his contributions to Bangladesh cricket. His legacy will undoubtedly inspire future generations.
আসসালামু’আলাইকুম, আমি ইমরুল কায়েস। বাংলাদেশের ক্রিকেটপ্রেমী দর্শকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে একটা বিষয় জানাতে চাই – কালকে ১৬ তারিখ আমি আমার ফার্স্ট ক্লাস ক্রিকেট এবং টেস্ট ক্রিকেট ক্যারিয়ারের সমাপ্তি করতে যাচ্ছি। এটা আমার লাইফের গত ১৭ বছরের সবচেয়ে কঠিন এবং আবেগের মুহূর্ত। টেস্ট ক্রিকেট সবসময় আমার জন্য স্পেশাল ছিলো। আমি ক্রিকেট খেলা শুরু করার পর থেকেই, নিজের দেশের হয়ে টেস্ট খেলার স্বপ্ন দেখতাম। আর এই স্বপ্নটা দেখার জন্য যে মানুষটা আমাকে সবচেয়ে বেশি অনুপ্রেরণা এবং সাহস যুগিয়েছিলেন, সেই মানুষটা আজ আমার পাশে নাই! আমার থেকে অনেক দূরে আজ! সে মানুষটা না থাকলে হয়তো আমার ক্রিকেটার, কিংবা আজকের ইমরুল কায়েস হয়ে ওঠা হতো না। সেই মানুষটা আমার লাইফের সবচেয়ে স্পেশাল মানুষ, আমার বাবা! আমার বাবা সবসময় বলতো, “যেদিন তুমি লর্ডস এ খেলবা, আর ব্যাট উঠাবা দর্শকদের দিকে, সেইদিন আমি হবো সবচেয়ে Happy মানুষ!” মেহেরপুরে, আমার যখন মাত্র ৬-৭ বছর বয়স, তখন বাবা আমাকে একটা ক্রকেট ব্যাট বানিয়ে দিয়েছিলেন। তারপর তিনি বল করতেন, আমি ব্যাট করতাম। আমি সবসময় চেষ্টা করেছি, ক্রিকেটটাকে আমার বাবার আদর্শ আর Honesty ‘র জালে ঘিরে রাখার। আমার টেস্ট ক্রিকেটের এই বিদায়বেলায় বাবা থাকলে হয়তো কিছুটা হলেও আমার আবেগ তার সাথে শেয়ার করতে পারতাম। আজ বাবা নেই কিন্তু বাবার স্বপ্ন পূরণ করে “মেহেরপুরের ইমরুল” থেকে “বাংলাদেশের ইমরুল কায়েস” হয়ে উঠতে যারা আমাকে ভালোবাসা আর অনুপ্রেরণা যুগিয়েছেন, সেই “বাংলাদেশের মানুষ”, সেই “আপনারা” আজ আমার সাথে আছেন! কৃতজ্ঞতা জানাতে চাই, আমার দেশের এবং দেশের বাইরের সেই মানুষদের প্রতি, যাদের সাপোর্ট এবং ভালোবাসা আমাকে ভালো খেলার সাহস ও শক্তি যুগিয়েছে বারবার। আমি দেশের জন্য ক্রিকেট খেলাটাকে সবসময় সম্মান এবং ভালোবাসার মনে করেছি। আমি চেষ্টা করেছি, আমার সবটুকু দিয়ে। কখনো সফল হয়েছি, কখনো ব্যর্থ হয়েছি। কিন্তু সবসময় খেয়াল রাখার চেষ্টা করেছি, যেন আমার পক্ষ থেকে চেষ্টার কোন কমতি না হয়। আমার দেশের হয়ে আরও অনেক কিছু দেবার ইচ্ছা ছিলো। কিন্তু বাস্তবতার প্রেক্ষিতে, আমি চাই আমার ইচ্ছার বাকিটুকু নতুন প্রজন্মের ছেলেরা করুক, ইনশাআল্লাহ। তাদের হাত ধরে বাংলাদেশ একদিন ওয়ার্ল্ড ক্রিকেটে অনেক বেশি সম্মান বয়ে আনুক, বিশ্ব জয় করুক বাংলাদেশ! এই বিদায়বেলায়, আমি কিছু মানুষকে ধন্যবাদ জানাতে চাই এবং কিছু মানুষের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই ~ প্রথমে আমার কোচ জামিলুর রহমান সাদ ভাইকে। এবং আরও ধন্যবাদ দিতে চাই – শামসুল ভাই, এহসান স্যার, হুমায়ুন চাচা, খালেদ মাহমুদ সুজন ভাই, কোচ বাবুল ভাই, কোচ সালাউদ্দিন স্যার, ফাহিম স্যার, BCB’র সকল গ্রাউন্ড এর মাঠকর্মী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, আম্পায়ার্স, ম্যাচ রেফারি, সাপোর্টিং স্টাফ সহ আমার এই পথযাত্রায় অবদান রাখা প্রত্যেকটা মানুষকে! আমি ধন্যবাদ জানাতে চাই – খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থা ও মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থা কে। মেহেরপুর থেকে রাজশাহী, তারপর লাল-সবুজ জার্সি গায়ে বাংলাদেশের হয়ে খেলার জার্নিতে আমাকে সবচেয়ে বড় সাপোর্ট করেছে – BCB। অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, BCB কে। আমি ধন্যবাদ জানাতে চাই – বাংলাদেশের সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া কে, যাদের মাধ্যমে আমার খেলার তথ্য, আমার কথা পৌঁছে গেছে আপনাদের কাছে। আমার wife – আমার ভালো, খারাপ সময়গুলোকে অনেক সহজ করে দিয়েছিলো। সেজন্য হয়তো অনেক কঠিন সময়ে আমি আবার ঘুরে দাঁড়াবার সাহস ও শক্তি পেয়েছিলাম। আমার মা, যে মানুষটার দোয়া এবং ভালোবাসায় আমি “আজকের ইমরুল কায়েস” হতে পেরেছি। তবে হ্যাঁ, আমি শুধু টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিচ্ছি। আমি ODI এবং T20 ক্রিকেট আরও কয়েক বছর continue করতে চাই, Specially BPL এবং DPL খেলতে চাই। আমি আশা করি, BCB আমার ইচ্ছাটাকে সম্মান দিবে এবং সম্মত হবে। যদি কখনো আবার সুযোগ হয়, আপনাদের এই ভালোবাসা নিয়েই আমি দেশের ক্রিকেটের উন্নতির জন্য ভিন্ন পেশা নিয়ে কাজ করতে চাই। ১৬ তারিখ, মিরপুর স্টেডিয়ামে, খেলাশেষে কিছু মুহূর্ত কাটাতে চাই আপনাদের সাথে, যাদের ভালোবাসায় ভর করে এগিয়ে গেছে আমার পুরো জার্নিটা। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। ১৬ তারিখ, খেলাশেষে দেখা হবে। আর দেখা হবে, ক্রিকেটের বিজয়ে! বাংলাদেশের বিজয়ে! ইমরুল ।
Posted by Imrul Kayes on Friday, November 15, 2024