ওরাই ট্রফি নিয়ে পালিয়েছে, সূর্যকুমারের বিস্ফোরক দাবি
৯৭ প্রতিবেদক: তাকি বিন মহসিন
প্রকাশ: 4 ঘন্টা আগেআপডেট: 5 মিনিট আগে
ওরাই ট্রফি নিয়ে পালিয়েছে, সূর্যকুমারের বিস্ফোরক দাবি
ওরাই ট্রফি নিয়ে পালিয়েছে, সূর্যকুমারের বিস্ফোরক দাবি
এশিয়া কাপ শেষ হলেও মাঠের লড়াইয়ের উত্তাপ যেন থামছেই না। এবার ফাইনাল শেষে ট্রফি বিতরণ অনুষ্ঠানকে ঘিরে তৈরি হলো নতুন বিতর্ক। ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব সরাসরি অভিযোগ তুললেন, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কর্মকর্তারাই “ট্রফি নিয়ে পালিয়ে গেছেন!”
রোববার দুবাইতে অনুষ্ঠিত ফাইনালে পাকিস্তানকে হারিয়ে নবমবারের মতো এশিয়া কাপের শিরোপা জেতে ভারত। তবে ম্যাচ-পরবর্তী ট্রফি বিতরণ অনুষ্ঠানেই শুরু হয় নাটক। ভারতীয় দল এসিসি সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায়। সেই দৃশ্য মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর পর থেকেই গুঞ্জন ওঠে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) কিংবা ভারত সরকারের নির্দেশেই নাকি ট্রফি না নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল।
কিন্তু সোমবার ইন্ডিয়ান এক্সপ্রেস-কে দেওয়া এক সাক্ষাৎকারে সূর্যকুমার যাদব সব গুঞ্জন উড়িয়ে দিয়ে বলেন, "পুরো টুর্নামেন্টে বিসিসিআই বা সরকারের পক্ষ থেকে আমাদের কোনো নির্দেশ আসেনি। মাঠেই আমরা নিজেরা সিদ্ধান্ত নিয়েছি।”
তিনি ঘটনার বিস্তারিত বর্ণনা দিতে গিয়ে জানান,
“আমরা তখনও মাঠে দাঁড়িয়ে ছিলাম, ড্রেসিংরুমে যাইনি। দেখি এসিসি কর্মকর্তারা মঞ্চে নিজেদের মধ্যে কথা বলছেন। কিছুক্ষণ পর গ্যালারি থেকে দুয়ো উঠতে শুরু করল। ঠিক সেই সময় এক কর্মকর্তা হঠাৎ ট্রফিটা হাতে নিয়ে সরে গেল। আমরা অবাক হয়ে তাকিয়ে ছিলাম। সত্যি বলতে, ওরাই ট্রফি নিয়ে পালিয়ে গেছে।”
সূর্যকুমারের এই মন্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই ক্রিকেটপাড়ায় নতুন করে বিতর্কের আগুন জ্বলতে শুরু করেছে। ইতিমধ্যে ভারতীয় গণমাধ্যমে এ নিয়ে জোর আলোচনা চলছে। ক্রিকেটপ্রেমীরাও প্রশ্ন তুলছেন আসলে কোথায় গেল সেই আসল ট্রফি?
অন্যদিকে, এসিসি কিংবা সভাপতি মহসিন নাকভির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে ক্রিকেট বিশ্লেষকদের মতে, বিষয়টি দ্রুত পরিষ্কার না করা হলে আগামী দিনে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হতে পারে।
ক্রিকেট ইতিহাসে এবারের মতো এমন বিস্ফোরক অভিযোগ আগে কখনো ওঠেনি। ভারতীয় অধিনায়কের সরাসরি অভিযোগে তাই এশিয়া কাপের ট্রফি বিতরণ এখন হয়ে উঠেছে আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে আলোচিত বিতর্ক।