Image

পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের শিরোপায় আবারও ভারতের নাম

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 22 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের শিরোপায় আবারও ভারতের নাম

পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের শিরোপায় আবারও ভারতের নাম

পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের শিরোপায় আবারও ভারতের নাম

রোমাঞ্চে ভরপুর ফাইনাল ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে নবমবারের মতো এশিয়া কাপ জিতল ভারত। শেষ পর্যন্ত অটল থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তরুণ ব্যাটার তিলক বর্মা।

এদিন টসে জিতে শুরুতে বোলিং করার সিদ্ধান্ত নেয় ভারতের অধিনায়ক সুরিয়াকুমার। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করে পাকিস্তান। পাওয়ার প্লেতে ৪৫ রান তুলেন দুই ওপেনার। তবে ৩৫ বলে হাফ-সেঞ্চুরি করার পর ইনিংস বড় করতে পারেননি সাহেবজাদা ফারহান। ভারতের স্পিনার বরুণ চক্রবর্তীর বলে তিলক ভার্মাকে ক্যাচ দেন তিনি। ৫টি চার ও ৩টি ছক্কায় ৩৮ বলে ৫৭ রান করেন ফারহান। উদ্বোধনী জুটিতে ৫৮ বলে ৮৪ রান তুলেন ফারহান- ফকর জামান। 

প্রথম উইকেট পতনে পর ক্রিজে আসেন সাইম আইয়ুব। দলীয় ১১২ রানে জামান-সাইম জুটি ভাঙেন স্পিনার কুলদীপ যাদব। এরপর কুলদীপ ও অক্ষর প্যাটেলের সাথে পেসার জসপ্রিত বুমরাহর তোপে তাসের ঘরের মতে ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইন-আপ। শেষ ৪৪ বলে ও ৩৩ রান তুলতেই ঘটে বাকি ৯ উইকেট পতন। ফলে ১৯ দশমিক ১ ওভারে ১৪৬ রানে অলআউট হয় পাকিস্তান। 

টপ অর্ডারে ফারহান-জামান ও সাইম ছাড়া পাকিস্তানের পরের আট ব্যাটারের কেউই দুই অংকে পা রাখতে পারেননি।  ৪ ওভারে ৩০ রানে ৪ উইকেট নিয়ে ভারতের সফল বোলার কুলদীপ। ২টি করে উইকেট নেন বুমরাহ-বরুন ও প্যাটেল।

১৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২০ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে ভারত। তবে চতুর্থ উইকেটে ৫০ বলে ৫৭ রানের জুটি গড়ে বিপদ সামলে নেন সাঞ্জু স্যামসন ও তিলক ভার্মা। সাঞ্জু আউট হওয়ার পরে শিবম দুবের সাথেও ৬০ রানের জুটি গড়ে দলকে এগিয়ে নেম তিলক।

শেষ ১৮ বলে দরকার ছিল ৩০ রান। রউফের এক ওভারেই আসে ১৩ রান। বাকি কাজ সারেন তিলক, দুবে আর রিঙ্কু সিং। শেষ ওভারে প্রয়োজন ছিল ১০ রান। প্রথম দুই বলে ৮ রান নিয়ে নেন তিলক। এরপর রিঙ্কুর ব্যাটে আসে জয়সূচক চার। ২ বল বাকি থাকতেই জয় তুলে নেয় ভারত।

ইনিংস শেষে তিলক অপরাজিত থাকেন ৫৩ বলে ৬৯ রান করে। দুবে খেলেন ২২ বলে ৩৩ রানের কার্যকর ইনিংস। পাকিস্তানের হয়ে ফাহিম আশরাফ নেন ৩টি উইকেট, শাহিন আফ্রিদি ও আবরার আহমেদ পান ১টি করে সাফল্য।
 

Details Bottom
Details ad One
Details Two
Details Three