ওয়েস্ট ইন্ডিজ আসছে বাংলাদেশে, ওয়ানডে দিয়ে শুরু দ্বিপাক্ষিক সিরিজ, শেষ টি-টোয়েন্টিতে
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 11 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ওয়েস্ট ইন্ডিজ আসছে বাংলাদেশে, ওয়ানডে দিয়ে শুরু দ্বিপাক্ষিক সিরিজ, শেষ টি-টোয়েন্টিতে
ওয়েস্ট ইন্ডিজ আসছে বাংলাদেশে, ওয়ানডে দিয়ে শুরু দ্বিপাক্ষিক সিরিজ, শেষ টি-টোয়েন্টিতে
বাংলাদেশের মাটিতে আরেকটি জমজমাট সিরিজ অপেক্ষা করছে ক্রিকেটপ্রেমীদের জন্য। আগামী ১৫ অক্টোবর ঢাকায় পা রাখবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ওয়ানডে ও টি-টোয়েন্টি এই দুই ফরম্যাটে মোট ছয় ম্যাচ খেলবে বাংলাদেশ ও ক্যারিবীয়রা। সোমবার (২৯ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সূচি অনুযায়ী, মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে দিয়ে শুরু হবে লড়াই। ১৮, ২০ ও ২৩ অক্টোবর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে। প্রতিটি ম্যাচই হবে ডে-নাইট, শুরু বিকেল ১টা ৩০ মিনিটে। সেখানেই প্রথমে দেখা যাবে দুই দলের ব্যাট-বলের লড়াই।
ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর ২৪ ও ২৫ অক্টোবর খেলোয়াড়রা বিশ্রাম নেবে। এরপর চট্টগ্রামে সরবে পুরো আয়োজন। সেখানে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২৬, ২৮ ও ৩১ অক্টোবর। প্রতিটি খেলা শুরু হবে সন্ধ্যা ৬টায়।
সব মিলিয়ে ১৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বিস্তৃত থাকবে এ দ্বিপাক্ষিক সিরিজ। একদিকে ওয়ানডেতে ধারাবাহিকতা ধরে রাখার লড়াই, অন্যদিকে টি-টোয়েন্টিতে দাপট দেখানোর সুযোগ দুই ফরম্যাটেই সমানভাবে চ্যালেঞ্জ অপেক্ষা করছে টাইগারদের জন্য। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজও এই সফরকে কাজে লাগাতে চাইবে নিজেদের দল গুছিয়ে নিতে।
বাংলাদেশে ক্রিকেট বরাবরের মতোই উৎসবের আবহ তৈরি করে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও সেটি হবে ব্যতিক্রম নয় এমনটাই আশা করছে দেশের ক্রিকেটপ্রেমীরা।