Image

ভক্তদের কাছে ক্ষমা চাইলেন লিটন, দিলেন প্রতিশ্রুতি

৯৭ প্রতিবেদক: তাকি বিন মহসিন

প্রকাশ: 4 ঘন্টা আগেআপডেট: 15 মিনিট আগে
ভক্তদের কাছে ক্ষমা চাইলেন লিটন, দিলেন প্রতিশ্রুতি

ভক্তদের কাছে ক্ষমা চাইলেন লিটন, দিলেন প্রতিশ্রুতি

ভক্তদের কাছে ক্ষমা চাইলেন লিটন, দিলেন প্রতিশ্রুতি

বাংলাদেশ ক্রিকেট দল এশিয়া কাপে আশানুরূপ পারফরম্যান্স করতে পারেনি। টুর্নামেন্টের শুরুতে ফাইনাল জয়ের স্বপ্ন দেখলেও, শেষ পর্যন্ত হতাশ হয়েই বিদায় নিতে হয় টাইগারদের। ইতিহাসে প্রথমবারের মতো ভারত-পাকিস্তান ফাইনালের আসর থেকে ব্যর্থভাবে বিদায় নেওয়ার পর সমর্থকদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়েছেন বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় লিটন জানান, দলীয় লক্ষ্য পূরণ করতে না পারার কষ্ট তাঁরা ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে চান। 

তিনি লিখেন "একটি দল হিসেবে আমরা এশিয়া কাপে সর্বোচ্চ চেষ্টা করেছি। আমাদের মূল লক্ষ্য ছিল ফাইনালে খেলে শিরোপা জেতা। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা তা করতে পারিনি। একটি দল হিসেবে আমরা আন্তরিকভাবে বাংলাদেশের সমর্থকদের কাছে ক্ষমাপ্রার্থী।”

চোটের কারণে এশিয়া কাপের শেষ দুটি ম্যাচে মাঠে নামতে পারেননি লিটন। এ কারণে আফগানিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজ থেকেও ছিটকে গেছেন তিনি।

নিজের হতাশার কথা জানাতে গিয়ে লিটন বলেন "শেষ দুই ম্যাচে ইনজুরির কারণে খেলতে না পারাটা আমার জন্য ভীষণ কষ্টের। একই কারণে আফগানিস্তান সিরিজেও থাকতে পারছি না। সর্বোচ্চ চেষ্টা করেও সুস্থ হতে পারিনি, এটা দীর্ঘদিন আমাকে কষ্ট দেবে।”

হতাশার মাঝেও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভোলেননি টাইগার অধিনায়ক। তিনি আরও লিখেন "অবশেষে আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই টুর্নামেন্টজুড়ে অঢেল সমর্থনের জন্য। খেলোয়াড় হিসেবে আমরা সত্যিই ভাগ্যবান, কারণ আমাদের পৃথিবীর সেরা সমর্থকরা আছে। আশা করি খুব শিগগিরই আপনাদের প্রাপ্য আনন্দ আমরা দিতে পারব।”

এশিয়া কাপের ব্যর্থতা ভুলে টাইগারদের সামনে এখন নতুন চ্যালেঞ্জ আফগানিস্তান সিরিজ। ২ অক্টোবর শুরু হবে দুদলের টি-টোয়েন্টি সিরিজ। ৩ ও ৫ অক্টোবর হবে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ। ওয়ানডে ম্যাচগুলো ৮, ১১ ও ১৪ অক্টোবর। তবে সেখানে লিটনকে পাচ্ছে না বাংলাদেশ দল। তাঁর অনুপস্থিতি দলের ব্যাটিং অর্ডারে প্রভাব ফেলবে বলেই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা। তবে অধিনায়কের প্রত্যয় শিগগিরই ফিরে এসে সমর্থকদের মুখে হাসি ফোটাবেন তিনি।
 

Details Bottom
Details ad One
Details Two
Details Three