Image

টপ এন্ড টি-টোয়েন্টি থেকে বিদায় বাংলাদেশ ‘এ’ দলের

৯৭ প্রতিবেদক: তাকি বিন মহসিন

প্রকাশ: 9 ঘন্টা আগেআপডেট: 3 ঘন্টা আগে
টপ এন্ড টি-টোয়েন্টি থেকে বিদায় বাংলাদেশ ‘এ’ দলের

টপ এন্ড টি-টোয়েন্টি থেকে বিদায় বাংলাদেশ ‘এ’ দলের

টপ এন্ড টি-টোয়েন্টি থেকে বিদায় বাংলাদেশ ‘এ’ দলের

অসম্ভবকে সম্ভব করার চ্যালেঞ্জে শেষ পর্যন্ত ব্যর্থ হলো বাংলাদেশ ‘এ’ দল। সেমিফাইনালে উঠতে হলে বড় ব্যবধানে জিততে হতো নুরুল হাসান সোহানের দলকে। আফিফ হোসেন ও জিসান আলমের ঝলমলে ব্যাটিং সত্ত্বেও সেই সমীকরণ মেলাতে পারেনি টাইগাররা।

শনিবার ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে শেষ গ্রুপ ম্যাচে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭৫ রান তোলে বাংলাদেশ ‘এ’। আফিফ হোসেন খেলেন ঝোড়ো ২৩ বলে অপরাজিত ৪৯ রানের ইনিংস, আর জিসান আলম করেন ৩৭ বলে ৫০ রান। তবে শেষ পর্যন্ত অ্যাডিলেইড স্ট্রাইকার্স একাডেমির কাছে ১১ বল ও সাত উইকেট হাতে রেখে হেরে বিদায় নিতে হয় বাংলাদেশকে।

টস জিতে ব্যাট করতে নেমে নাঈম শেখ ও জিসান ৪৮ রানের উদ্বোধনী জুটি গড়েন। জিসান অর্ধশতক পূর্ণ করেই আউট হন, দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রান আসে তার ব্যাট থেকে। সোহান দ্রুত ফিরলেও আগ্রাসী মেজাজে খেলেন আফিফ। তার ইনিংসে চারটি চার ও তিনটি ছক্কার মার ছিল। ইয়াসির আলিকে সঙ্গে নিয়ে গড়েন ২৯ বলে অবিচ্ছিন্ন ৭০ রানের জুটি।

অ্যাডিলেইড স্ট্রাইকার্স একাডেমির হয়ে হানো জ্যাকবস নেন সর্বোচ্চ ৩ উইকেট, খরচ করেন ৩৩ রান।

লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আধিপত্য দেখান স্বাগতিক দলের দুই ওপেনার ম্যাকেঞ্জি হার্ভে ও জ্যাক উইন্টার। একাদশ ওভারেই শতরানের জুটি গড়ে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন তারা। দলীয় ১২৩ রানে হার্ভে বিদায় নিলেও (৩৫ রান), উইন্টার থাকেন একেবারে শেষ পর্যন্ত। মাত্র ৫৩ বলে অপরাজিত ১০২ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচের নায়ক হন তিনি। শেষদিকে হ্যারি মানেন্টি খেলেন ১৪ বলে ২৫ রানের ঝড়ো ইনিংস, যাতে সহজ জয় তুলে নেয় স্ট্রাইকার্স।

এই হারের মধ্য দিয়ে টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো বাংলাদেশ ‘এ’ দলকে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three