এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ, ডাচদের ১৪ সদস্যের দল ঘোষণা
৯৭ প্রতিবেদক: মোহাম্মদ আফজল
প্রকাশ: 13 ঘন্টা আগেআপডেট: 13 মিনিট আগে
এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ, ডাচদের ১৪ সদস্যের দল ঘোষণা
এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ, ডাচদের ১৪ সদস্যের দল ঘোষণা
এশিয়া কাপের আগে আন্তর্জাতিক প্রস্তুতির সুযোগ হাতছাড়া হয়েছিল বাংলাদেশের, যখন ভারতের সঙ্গে নির্ধারিত তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি বাতিল হয়ে যায়। সফরের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সম্মত হলেও সরকারের ছাড়পত্র না পাওয়ায় শেষ মুহূর্তে সফরটি পিছিয়ে যেতে বাধ্য হয় তারা। তবে এই শূন্যতা পূরণে দ্রুত পদক্ষেপ নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই ধারাবাহিকতায় চলতি মাসেই তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে নেদারল্যান্ডস ক্রিকেট দল। এশিয়া কাপের প্রস্তুতির শেষ মঞ্চ হিসেবেই এই সিরিজটিকে দেখছে বাংলাদেশ দল।
২৬ আগস্ট বাংলাদেশে পা রাখবে ডাচরা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ৩০ আগস্ট, ১ সেপ্টেম্বর ও ৩ সেপ্টেম্বর।
সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ডাচরা। নেতৃত্বে থাকছেন দলের নির্ভরযোগ্য উইকেটরক্ষক-ব্যাটার স্কট এডওয়ার্ডস। দলে আছেন অভিজ্ঞ ওপেনার ম্যাক্স ও’ডাউড, সঙ্গে তরুণ প্রতিভা বিক্রমজিৎ সিং।
স্পিন-ভিত্তিক বাংলাদেশি কন্ডিশনের কথা মাথায় রেখে ডাচরা তাদের স্কোয়াডে রেখেছে একাধিক স্পিনার, যার মধ্যে আছেন আরিয়ান দত্ত, টিম প্রিঙ্গল ও শারিজ আহমেদ। পেস আক্রমণে রয়েছেন পল ফন মিকেরেন, ফ্রেড ক্লাসেন এবং নবাগত বেন ফ্লেচার।
নেদারল্যান্ডস দলের জন্যও এই সিরিজ গুরুত্বপূর্ণ। সামনেই রয়েছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ এবং ইউরোপিয়ান ক্রিকেট চ্যালেঞ্জ। বাংলাদেশে উপমহাদেশীয় কন্ডিশনে খেলা তাদের স্পিন-সাহস, টেম্পারমেন্ট ও ব্যাটিং গভীরতা যাচাইয়ের বড় সুযোগ।
অন্যদিকে বাংলাদেশ দলের জন্য এ সিরিজ এশিয়া কাপের মূল প্রস্তুতি মঞ্চ। এশিয়া কাপে আগে যেহেতু আর কোন সিরিজ নাই, তাই এটি হতে যাচ্ছে সম্ভাব্য স্কোয়াড চূড়ান্ত করার একটি বড় প্ল্যাটফর্ম।
বাংলাদেশের বিপক্ষে নেদারল্যান্ডস দল:
ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিৎ সিং, অনিল নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), নোয়াহ ক্রুস, সাকিব জুলফিকার, রায়ান ক্লাইন, আরিয়ান দত্ত, পল ফন মিকেরেন, শারিজ আহমেদ, বেন ফ্লেচার, ড্যানিয়েল ডোরাম, টিম প্রিঙ্গল ও ফ্রেড ক্লাসেন।
📌 সিরিজ সূচি:
১ম টি-টোয়েন্টি: ৩০ আগস্ট
২য় টি-টোয়েন্টি: ১ সেপ্টেম্বর
৩য় টি-টোয়েন্টি: ৩ সেপ্টেম্বর
📍 ভেন্যু: সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম