Image

এশিয়া কাপে ঘটতে যাচ্ছে তামাশা

৯৭ প্রতিবেদক: তাকি বিন মহসিন

প্রকাশ: 2 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
এশিয়া কাপে ঘটতে যাচ্ছে তামাশা

এশিয়া কাপে ঘটতে যাচ্ছে তামাশা

এশিয়া কাপে ঘটতে যাচ্ছে তামাশা

এশিয়া কাপকে ঘিরে আবারও তামাশার আভাস দিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাম্প্রতিক কর্মকাণ্ড। কিছুদিন আগেই ২০২৫-২৬ মৌসুমের কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেছে পিসিবি। কিন্তু অবাক করার মতো বিষয় হলো সর্বোচ্চ ক্যাটাগরি ‘এ’-তে এক জন ক্রিকেটারকেও রাখা হয়নি। এমন সিদ্ধান্তে হতবাক পাকিস্তানের সাবেক ক্রিকেটার থেকে শুরু করে সমর্থকেরা। দেশটির সাবেক ব্যাটার বাসিত আলি এটিকে “রসিকতা” বলে মন্তব্য করেছেন।

‘গেম প্ল্যান’ নামের একটি ইউটিউব শোতে সাবেক উইকেটরক্ষক-ব্যাটার কামরান আকমলের সঙ্গে আলাপে ক্ষোভ ঝেড়েছেন বাসিত। তিনি জানান, “পিসিবির এই সিদ্ধান্ত একেবারেই অযৌক্তিক।”

একই সঙ্গে তিনি এশিয়া কাপে আরেকটি তামাশার ইঙ্গিত দেন। তাঁর ভাষায়, "আগামী ১৪ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে পাকিস্তান মাঠে নামবে। সেদিন আরেকটি তামাশা ঘটবে। সেখানে আবারো নাটকীয় কিছু দেখা যাবে।” তবে কী ধরনের তামাশা হতে পারে তা নিয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

ভারত-পাকিস্তান দ্বৈরথ মানেই ভক্ত-সমর্থকদের জন্য বাড়তি উত্তেজনা। তবে রাজনৈতিক অস্থিরতা দুই দেশের ক্রিকেটকেও সরাসরি প্রভাবিত করছে। ভারতের সাবেক ক্রিকেটাররা প্রকাশ্যে দাবি করছেন, পাকিস্তানের বিপক্ষে ম্যাচ না খেলতে। তাই ১৪ সেপ্টেম্বরের ম্যাচটি আদৌ অনুষ্ঠিত হবে কি না, সে নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
 

Details Bottom
Details ad One
Details Two
Details Three