অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল

অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল
অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল
২০২৫ সালের টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে ফের অংশ নিচ্ছে এশিয়ার ক্রিকেট পরাশক্তি পাকিস্তান ও বাংলাদেশ। আগামী ১৪ আগস্ট ডারউইনের মুখোমুখি হবে দুই দলের 'এ' স্কোয়াড, ম্যাচটি ঘিরে উদযাপিত হবে পাকিস্তান স্বাধীনতা দিবসও।
এই নিয়ে টানা তৃতীয়বারের মতো টুর্নামেন্টে খেলবে পাকিস্তান শাহীন্স, অন্যদিকে বাংলাদেশ ‘এ’ দল ২০২৪ সালের ফাইনালে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির কাছে হেরে এবার শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে নামবে।
এখন পর্যন্ত তিনটি দল ঘোষণা করা হয়েছে নেপাল জাতীয় দল, পাকিস্তান শাহীন্স ও বাংলাদেশ ‘এ’ দল। পাকিস্তান ও বাংলাদেশ দুই আইসিসি ফুল-মেম্বার দল, সঙ্গে আইসিসি অ্যাসোসিয়েট সদস্য নেপালের অংশগ্রহণে টুর্নামেন্টটি আরও জমজমাট হয়ে উঠছে।
টুর্নামেন্টটি দুই দেশের উদীয়মান খেলোয়াড়দের জন্য বিদেশি কন্ডিশনে খেলার দারুণ এক মঞ্চ। গত বছর বাংলাদেশ স্কোয়াডে ছিলেন তরুণ তারকা রিপন মন্ডল, রাকিবুল হাসান ও পারভেজ হোসেন ইমন। ইমন সম্প্রতি ৫৩ বলে শতক হাঁকিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।
পাকিস্তানের দিক থেকেও এই টুর্নামেন্ট ঘরোয়া প্রতিভা তুলে আনার বড় মাধ্যম হয়েছে। এর আগের আসর থেকে উসমান খান, ইরফান খান, জাহানদাদ খান, আরাফাত মিনহাস ও রোহেইল নাজিরের মতো ক্রিকেটাররা ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পেয়েছেন।
নর্দান টেরিটরি ক্রিকেটের সিইও গ্যাভিন ডোভি বলেন, "পাকিস্তান ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আবারও কাজ করতে পারা গর্বের। ২৫৫ মিলিয়ন জনসংখ্যার পাকিস্তান ও ১৭০ মিলিয়নের বাংলাদেশ এই টুর্নামেন্ট শুধু ক্রিকেট নয়, আমাদের অঞ্চলকে বিশ্বে তুলে ধরার সুযোগও করে দেয়।"
বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী বলেন, "এই টুর্নামেন্ট আমাদের উদীয়মান খেলোয়াড়দের প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ান কন্ডিশনে খেলাটা তাদের ভবিষ্যতের জন্য কাজে দেবে। আমাদের পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
টুর্নামেন্টের সম্পূর্ণ সূচি ও বাকি দলগুলোর নাম পর্যায়ক্রমে প্রকাশ করা হবে।