Image

বাংলাদেশ দেখিয়ে দিল এভাবেও ম্যাচ হারা যায়!

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 মাস আগেআপডেট: 3 ঘন্টা আগে
বাংলাদেশ দেখিয়ে দিল এভাবেও ম্যাচ হারা যায়!

বাংলাদেশ দেখিয়ে দিল এভাবেও ম্যাচ হারা যায়!

বাংলাদেশ দেখিয়ে দিল এভাবেও ম্যাচ হারা যায়!

এভাবেও ম্যাচ হারা যায়, যেখানে জয় প্রায় নিশ্চিত, তবুও অপ্রত্যাশিতভাবে হার। কলম্বোর আর প্রেমাদাসায় বাংলাদেশ দল আরও একবার দেখিয়ে দিল এভাবেও ম্যাচ হারা যায়! জেতা ম্যাচ হেরে যাওয়ার লম্বা ইতিহাস অবশ্য বাংলাদেশের আছে। তাই খুব বেশি হতাশ হওয়ার চেয়ে সমর্থকরা চেয়ে চেয়ে দেখলেন। লজ্জার পরাজয়ে ওয়ানডে সিরিজে ১-০তে পিছিয়ে পড়ল টাইগাররা।  

ম্যাচটা বাংলাদেশের হাতের মুঠোয় ছিল বললে মোটেও অত্যুক্তি হবে না। দেখেশুনে খেললেই জয়ের বন্দরে তরী ভেড়াতে পারত তারা। ২৪৫ রানের টার্গেট টপকাতে নেমে ১ উইকেটে বাংলাদেশের ১০০ রান, পরের ৫ রান করতে গিয়ে বাংলাদেশ হারায় ৭ উইকেট। অর্থাৎ, ১০০/১ থেকে ১০৫/৮ হয়ে যায় বাংলাদেশের স্কোরবোর্ড। 

ব্যাটিং ব্যর্থতার নজির স্থাপন করে বাংলাদেশ শেষ পর্যন্ত করতে পারে ১৬৭ রান। ২৪৪ রানের স্বল্প পুঁজি নিয়েও বোলারদের কল্যাণে জয়ের আনন্দে মাতল শ্রীলঙ্কা। এমন রোমাঞ্চকর জয়ে সিরিজে ১-০'তে এগিয়ে গেল স্বাগতিকরা। 

ওপেন করতে নেমে তানজিদ হাসান তামিম দারুণ করলেও দলের পরাজয়ে তিনি ম্লান। ১৬ বলে ১৩ রান করে পারভেজ হোসেন ইমন আউট হলে ভাঙে ২৯ রানের উদ্বোধনী জুটি। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three