নিজাকাতের প্রিয় খেলোয়াড় সাকিব, স্পিনেই বাজিমাত করতে চায় হংকং
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 7 ঘন্টা আগেআপডেট: 24 মিনিট আগে- 1
বিসিবি নির্বাচন, ফিক্সিং ইঙ্গিত ও ক্রীড়া উপদেষ্টার ‘সীমিত হস্তক্ষেপ’: আড়ালের গল্প কী?
- 2
আইপিএলের রঙ্গমঞ্চে গেইলের শেষ অঙ্কটা বিষাদের
- 3
বিসিবি নির্বাচনে অংশ নেবেন তামিম, সরে দাঁড়ালেন আকরাম খান
- 4
আইজ্যাকের শতকে টাইগারদের হারিয়ে সিরিজে ইংল্যান্ডের সমতা
- 5
এশিয়া কাপে দুই বাংলাদেশি আম্পায়ার, ভারত-পাকিস্তান ম্যাচের দায়িত্বেও তারা

নিজাকাতের প্রিয় খেলোয়াড় সাকিব, স্পিনেই বাজিমাত করতে চায় হংকং
নিজাকাতের প্রিয় খেলোয়াড় সাকিব, স্পিনেই বাজিমাত করতে চায় হংকং
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে হংকং একমাত্র মুখোমুখি হয়েছিল ২০১৪ সালের বিশ্বকাপে, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সেই ম্যাচেই দুই উইকেটে জয় পেয়েছিল তারা। লেগ স্পিনার নিজাকাত খান ছিলেন সেদিনের নায়ক মাত্র ১৯ রান খরচায় তুলে নেন ৩ উইকেট, ধসিয়ে দিয়েছিলেন বাংলাদেশের ব্যাটিং লাইনআপ।
প্রায় এক যুগ পর সেই স্মৃতি মনে করতেই উচ্ছ্বাস লুকাননি নিজাকাত, "এটা খুবই বিশেষ ছিলো কারণ বাংলাদেশকে বাংলাদেশের মাঠে হারানো। আমরা খুব ভালো করেছিলাম, বিশেষ করে আমি ভালো করেছিলাম। আমাদের স্পিনাররা খুব ভালো খেলেছিলো, হ্যাঁ এটা খুব স্মরণীয় স্মৃতি। আমি আর নাদিম আহমেদ ভালো বল করেছিলাম সত্যিই মনে আছে। আমরা একটা জুটি হিসেবে বল করেছিলাম যে কারণে বাংলাদেশ ধসে গিয়েছিলো।"
তার পর থেকে আর দুই দলের দেখা হয়নি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে। এবারের এশিয়া কাপেই আবার দেখা হচ্ছে। আগামী ১১ সেপ্টেম্বর আবুধাবিতে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে হংকং।
নিজাকাত বিশ্বাস করেন, আগের অভিজ্ঞতার মতো এবারও কিছু করে দেখাতে পারবে তার দল, "অবশ্যই আমাদের সেই বিশ্বাস আছে। আমাদের সেরকম খেলোয়াড় আছে যারা ম্যাচ জেতাতে পারে। আর টি-টোয়েন্টি এমন এক যারা দুই তিন ওভার খুব ভালো খেলে, দারুণ বল করে। টি-টোয়েন্টি খুব মজার খেলা, কে জানে। আমাদের দল ভীষণভাবে তৈরি আছে।"
বাংলাদেশ দলে তার প্রিয় খেলোয়াড় কে জানতে চাইলে তিনি বলেন, "বাংলাদেশ দলে আমার প্রিয় খেলোয়াড় সাকিব আল হাসান। সে এবার স্কোয়াডে নেই। তবে সেই আমার প্রিয় বাংলাদেশি প্লেয়ার।"
টাইগারদের শক্তি অস্বীকার করছেন না নিজাকাত। তবে এবারও স্পিন আক্রমণেই বাজিমাত করতে চায় হংকং, "আমাদের শক্তির জায়গা স্পিন বোলিং বিভাগ, মোরতাজা আছে, এহসান খান আছে। ব্যাটাররদের মধ্যে বাবর হায়াত, জিসান আলি, আইজাজ খান আছে। যারা ম্যাচের ফল আমাদের পক্ষে এনে দিতে পারে।"