এশিয়া কাপে দুই বাংলাদেশি আম্পায়ার, ভারত-পাকিস্তান ম্যাচের দায়িত্বেও তারা
৯৭ প্রতিবেদক: তাকি বিন মহসিন
প্রকাশ: 9 ঘন্টা আগেআপডেট: 4 মিনিট আগে
এশিয়া কাপে দুই বাংলাদেশি আম্পায়ার, ভারত-পাকিস্তান ম্যাচের দায়িত্বেও তারা
এশিয়া কাপে দুই বাংলাদেশি আম্পায়ার, ভারত-পাকিস্তান ম্যাচের দায়িত্বেও তারা
এবার মোট ১০ জন আম্পায়ার দায়িত্ব পালন করবেন এশিয়া কাপে। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্য থেকেই বাছাই করা হয়েছে তাদের। বাংলাদেশের দুই আম্পায়ারের পাশাপাশি আছেন আফগানিস্তানের আহমাদ পাকতিন ও ইজাতউল্লাহ শফি, পাকিস্তানের আসিফ ইয়াকুব ও ফয়সাল আফ্রিদি, শ্রীলঙ্কার রবীন্দ্র ভিলমালসিরি ও রুচিরা পালিয়াগুরুগে এবং ভারতের রোহান পন্ডিত ও বীরেন্দ্র শর্মা।
এসিসির নিয়ম অনুযায়ী, কোনো দলের ম্যাচে সেই দেশের আম্পায়ার দায়িত্ব পালন করবেন না। নিরপেক্ষতা বজায় রাখতেই এ ব্যবস্থা। ফলে প্রতিটি ম্যাচেই থাকছে পূর্ণ নিরপেক্ষ আম্পায়ারিংয়ের নিশ্চয়তা।
সবচেয়ে আলোচিত ম্যাচ ভারত-পাকিস্তানেই থাকছেন বাংলাদেশি আম্পায়ার মাসুদুর রহমান মুকুল। ১৪ সেপ্টেম্বরের এই মহারণে তিনি অন-ফিল্ড দায়িত্ব পালন করবেন শ্রীলঙ্কার রুচিরা পালিয়াগুরুগের সঙ্গে। শুধু তাই নয়, ১২ সেপ্টেম্বর পাকিস্তান বনাম ওমান ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে এবং ১৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কা-হংকং ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে দেখা যাবে তাঁকে।
অন্যদিকে গাজী সোহেলও থাকছেন একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচের দায়িত্বে। ১০ সেপ্টেম্বর ভারত বনাম সংযুক্ত আরব আমিরাত ম্যাচে অন-ফিল্ড দায়িত্বে থাকবেন তিনি। এছাড়া ১২ সেপ্টেম্বর পাকিস্তান বনাম ওমান ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে এবং ১৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কা বনাম হংকং ম্যাচে অন-ফিল্ড দায়িত্বে থাকবেন।
গ্রুপ পর্বে ম্যাচের দায়িত্বে থাকছেন যারা-
• ৯ সেপ্টেম্বর – আফগানিস্তান বনাম হংকং
অন-ফিল্ড আম্পায়ার: আসিফ ইয়াকুব, বীরেন্দ্র শর্মা
টিভি আম্পায়ার: ফয়সাল আফ্রিদি
• ১০ সেপ্টেম্বর – ভারত বনাম আমিরাত
অন-ফিল্ড আম্পায়ার: গাজী সোহেল, ইজাতউল্লাহ শফি
টিভি আম্পায়ার: রুচিরা পালিয়াগুরুগে
• ১১ সেপ্টেম্বর – বাংলাদেশ বনাম হংকং
অন-ফিল্ড আম্পায়ার: রবীন্দ্র ভিলমালসিরি, রোহান পন্ডিত
টিভি আম্পায়ার: আসিফ ইয়াকুব
• ১২ সেপ্টেম্বর – পাকিস্তান বনাম ওমান
অন-ফিল্ড আম্পায়ার: মাসুদুর রহমান, আহমাদ পাকতিন
টিভি আম্পায়ার: গাজী সোহেল
• ১৩ সেপ্টেম্বর – বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
অন-ফিল্ড আম্পায়ার: রোহান পন্ডিত, ফয়সাল আফ্রিদি | টিভি আম্পায়ার: বীরেন্দ্র শর্মা
• ১৪ সেপ্টেম্বর – ভারত বনাম পাকিস্তান
অন-ফিল্ড আম্পায়ার: রুচিরা পালিয়াগুরুগে, মাসুদুর রহমান
টিভি আম্পায়ার: আহমাদ পাকতিন
• ১৫ সেপ্টেম্বর – আমিরাত বনাম ওমান
অন-ফিল্ড আম্পায়ার: বীরেন্দ্র শর্মা, আসিফ ইয়াকুব
টিভি আম্পায়ার: রবীন্দ্র ভিলমালসিরি
• ১৫ সেপ্টেম্বর – শ্রীলঙ্কা বনাম হংকং
অন-ফিল্ড আম্পায়ার: গাজী সোহেল, ইজাতউল্লাহ শফি | টিভি আম্পায়ার: মাসুদুর রহমান
• ১৬ সেপ্টেম্বর – বাংলাদেশ বনাম আফগানিস্তান
অন-ফিল্ড আম্পায়ার: ফয়সাল আফ্রিদি, রবীন্দ্র ভিলমালসিরি
টিভি আম্পায়ার: রোহান পন্ডিত
• ১৭ সেপ্টেম্বর – পাকিস্তান বনাম আমিরাত
অন-ফিল্ড আম্পায়ার: আহমাদ পাকতিন, রুচিরা পালিয়াগুরুগে
টিভি আম্পায়ার: ইজাতউল্লাহ শফি
• ১৮ সেপ্টেম্বর – শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান
অন-ফিল্ড আম্পায়ার: আসিফ ইয়াকুব, বীরেন্দ্র শর্মা
টিভি আম্পায়ার: ফয়সাল আফ্রিদি
• ১৯ সেপ্টেম্বর – ভারত বনাম ওমান
অন-ফিল্ড আম্পায়ার: রবীন্দ্র ভিলমালসিরি, ফয়সাল আফ্রিদি
টিভি আম্পায়ার: আসিফ ইয়াকুব