Image

শ্রীলংকাকে গুড়িয়ে ঐতিহাসিক জয় পেল জিম্বাবুয়ে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 13 ঘন্টা আগেআপডেট: 1 মিনিট আগে
শ্রীলংকাকে গুড়িয়ে ঐতিহাসিক জয় পেল জিম্বাবুয়ে

শ্রীলংকাকে গুড়িয়ে ঐতিহাসিক জয় পেল জিম্বাবুয়ে

শ্রীলংকাকে গুড়িয়ে ঐতিহাসিক জয় পেল জিম্বাবুয়ে

হারারেতে প্রথম ম্যাচে দাপুটে জয়ের পর দ্বিতীয় ম্যাচেই মুখ থুবড়ে পড়ল শ্রীলঙ্কা। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাটিং বিপর্যয়ে মাত্র ৮০ রানে অলআউট হয়ে যায় লঙ্কানরা। জবাবে শুরুতে চাপ অনুভব করলেও ৫ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় জিম্বাবুয়ে। ফলে তিন ম্যাচের সিরিজ এখন ১-১ সমতায়, আর শেষ ম্যাচ পরিণত হয়েছে অলিখিত ফাইনালে। 

শ্রীলঙ্কার ৮০ রান তাদের টি-টোয়েন্টি ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৭ রানেই গুটিয়ে যাওয়ার পর ফের লজ্জাজনক ব্যাটিং প্রদর্শন করল লঙ্কানরা। 

হারেরেতে এদিন টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। মাত্র ১৭ রানে ফেরেন দুই ওপেনার কুসাল মেন্ডিস ও পাথুম নিসাঙ্কা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলে লংকানদের ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৭.৪ ওভারে। সফরকারীদের হয়ে কামিল মিশারা সর্বোচ্চ ২০ রান করেন। জিম্বাবুয়ের হয়ে সিকান্দার রাজা ৪ ওভারে ৩ উইকেট শিকার করেন। 

ছোট লক্ষ্য তাড়ায় নেমে অবশ্য শুরুতে ধাক্কা খেয়েছিল জিম্বাবুয়ে। ২৭ রানে তিন উইকেট হারিয়ে রান তাড়ায় কিছুটা চাপে পড়ে যায় দলটি। তবে দারুণ ফর্মে থাকা তবে ব্রায়ান বেনেট ও রায়ান বার্লের ছোট কিন্তু কার্যকরী জুটি দলকে বিপদ থেকে উদ্ধার করে। বার্ল খেলেন ২২ বলে ২০ রানের কার্যকর ইনিংস। এরপর তাসিঙ্গা মুসেকিউয়ার অপরাজিত ১৪ বলে ২১ রানের ক্যামিও জিম্বাবুয়েকে জয়ের বন্দরে নিয়ে যায়। শ্রীলঙ্কার হয়ে দুশমন্ত চামিরা ৩ উইকেট নিলেও জয়ের পথে বাঁধা হতে পারেননি। 

এই জয়ের মাধ্যমে ২০২৫ সালে আইসিসির পূর্ণ সদস্য কোনো দলের বিপক্ষে প্রথমবার জয় পেল জিম্বাবুয়ে। একই মাঠে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি রোববার। 

সংক্ষিপ্ত স্কোর: 

শ্রীলঙ্কা: ১৭.৪ ওভারে ৮০ (নিসাঙ্কা ৮, মেন্ডিস ১, মিশারা ২০, নুয়ানিদু ১, আসালাঙ্কা ১৮, কামিন্দু ০, শানাকা ১৫, হেমান্থা ৭, চামিরা ০, থিকশানা ৬, বিনুরা ০*; এনগারাভা ২-০-১১-০, মুজারাবানি ৩-০-১৪-২, ইভান্স ২.৪-০-১৫-৩, রাজা ৪-০-১১-৩, মাপোসা ২-০-৭-০, উইলিয়ামস ৪-০-১৯-১) 

জিম্বাবুয়ে: ১৪.২ ওভারে ৮৪/৫ (বেনেট ১৯, মারুমানি ১৭, উইলিয়ামস ০, রাজা ২, বার্ল ২০, মুনিয়োঙ্গা ৩, মুসেকিওয়া ২১; বিনুরা ৩-০-১৪-১, থিকশানা ৪-০-২৮-১, চামিরা ৪-০-১৯-৩, হেমান্থা ৩.২-০-২৩-০) 

ফল: জিম্বাবুয়ে ৫ উইকেটে জয়ী 

ম্যান অব দা ম্যাচ: সিকান্দার রাজা 

সিরিজ: ৩ ম্যাচের সিরিজ ১-১ সমতায়
 

Details Bottom