Image

ভারত-ইংল্যান্ড টেস্ট দিয়ে শুরু হবে ২০২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 বছর আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ভারত-ইংল্যান্ড টেস্ট দিয়ে শুরু হবে ২০২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ

ভারত-ইংল্যান্ড টেস্ট দিয়ে শুরু হবে ২০২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ

ভারত-ইংল্যান্ড টেস্ট দিয়ে শুরু হবে ২০২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ

২০২৫-২০২৭ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপব শুরু হবে পরের বছর জুন থেকে। ভারতের ইংল্যান্ড সফর দিয়ে শুরু হবে চ্যাম্পিয়নশিপ। ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড বৃহস্পতিবার পরবর্তী গ্রীষ্মের সময়সূচি প্রকাশ করার সময় ভারত সিরিজের সূচি ঘোষণা করে।

লিডসের হেডিংলি ২০ জুন থেকে প্রথম টেস্টের আয়োজন করবে। সিরিজের উদ্বোধনী ম্যাচটি চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পরেই শুরু হবে। সিরিজের বাকি চারটি টেস্ট খেলা হবে এজবাস্টন, লর্ডস, ওল্ড ট্র্যাফোর্ড এবং ওভালে। ২০২১ সালের পর এই প্রথম ভারত দ্বিপাক্ষিক টেস্ট সিরিজের জন্য ইংল্যান্ড সফরে যাবে।

ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে পাঁচটি টেস্ট কোথায় হবে এবং কবে থেকে শুরু হবে। প্রথম ম্যাচ লিডসের হেডিংলেতে। ২০ জুন থেকে শুরু হবে সেই ম্যাচ। দ্বিতীয় ম্যাচ ২ জুলাই থেকে। বার্মিংহামের এজবাস্টনে হবে সেই ম্যাচ। তৃতীয় টেস্ট লর্ডসে। ১০ জুলাই থেকে শুরু হবে সেই ম্যাচ। চতুর্থ টেস্ট ম্যাঞ্চেস্টারে। ২৩ জুলাই থেকে শুরু হবে সেই টেস্ট। শেষ ম্যাচ ওভালে। শুরু হবে ৩১ জুলাই থেকে।

২০০৭ সালের পর ভারত কখনও ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জিততে পারেনি। সে বার রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে মাইকেল ভনের ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছিল ভারত। শেষ বার ভিরাট কোহলিরা ইংল্যান্ডে গিয়েছিলেন ২০২১-২২ মৌসুমে। সে বার দু’টি টেস্ট জিতলেও সিরিজ জিততে পারেনি ভারত। 

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ২ বারই ফাইনাল খেলেছে ভারতীয় দল। তবে এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারেননি রোহিত শর্মারা। টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর এবার টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতাই ভারতীয় দলের লক্ষ্য।

Details Bottom
Details ad One
Details Two
Details Three