সাকিব কি পারবেন গেইল-ম্যাক্সওয়েলকে ছাড়িয়ে যেতে
৯৭ প্রতিবেদক: তাকি বিন মহসিন
প্রকাশ: 5 ঘন্টা আগেআপডেট: 4 মিনিট আগে
সাকিব কি পারবেন গেইল-ম্যাক্সওয়েলকে ছাড়িয়ে যেতে
সাকিব কি পারবেন গেইল-ম্যাক্সওয়েলকে ছাড়িয়ে যেতে
সব সমালোচনাকে উপেক্ষা করে মাঠে নিজের কাজটা নিখুঁতভাবে করে যাচ্ছেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ক্রিকেটে তিনি গড়লেন আরও এক অনন্য রেকর্ড। ৪৪তম বারের মতো ম্যাচসেরার স্বীকৃতি। এ তালিকায় ইতোমধ্যেই পেছনে ফেলেছেন শোয়েব মালিক ও রাশিদ খানকে। এখন প্রশ্ন একটাই, সামনে কি ক্রিস গেইল এবং গ্লেন ম্যাক্সওয়েলকে ছাড়িয়ে যেতে পারবেন বাংলাদেশের এই অলরাউন্ডার?
অ্যান্টিগা অ্যান্ড বারবুডার হয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েছেন সাকিব। মাত্র দুই ওভার বোলিং করে তিন উইকেট নিয়েছেন, ব্যাট হাতে করেছেন ১৮ বলে ২৫ রান। এই পারফরম্যান্সেই ধরা দেয় ম্যাচসেরার পুরস্কার। একই সঙ্গে তিনি ছুঁয়ে ফেলেছেন আন্দ্রে রাসেলকে। যেখানে সাকিব খেলেছেন ৪৫৭ ম্যাচ, রাসেল খেলেছেন ৫৬৪ ম্যাচ।
এখন সাকিবের ওপরে রয়েছেন কেবল অ্যালেক্স হেলস (৪৫ বার), কাইরন পোলার্ড (৪৭ বার) এবং গ্লেন ম্যাক্সওয়েল (৪৮ বার)। শীর্ষে আছেন ক্রিস গেইল! মাত্র ৪৬৩ ম্যাচেই রেকর্ড ৬০ বার ম্যাচসেরা। গেইলের ক্যারিয়ার শেষ, পোলার্ডও ক্যারিয়ারের শেষ প্রান্তে। তাই গেইল-ম্যাক্সওয়েলের রেকর্ড ভাঙার সবচেয়ে বাস্তবসম্মত সম্ভাবনা এখন সাকিবের হাতেই।
অবশ্য সাকিবও এখন ক্যারিয়ারের গোধূলিবেলায়। বয়স পেরিয়েছে ৩৮ এর সীমানা। তাই গেইলকে ছাড়িয়ে যাওয়া বা ম্যাক্সওয়েলকে টপকানো সহজ কাজ নয়। সময়ই বলে দেবে টি-টোয়েন্টি ক্রিকেটের ম্যাচসেরা রেকর্ডের শীর্ষে পৌঁছাতে পারবেন কিনা নাম্বার সেভেন্টি ফাইভ