টেস্টের পর ওয়ানডেতেও ফিরলেন টেইলর
৯৭ প্রতিবেদক: তাকি বিন মহসিন
প্রকাশ: 21 ঘন্টা আগেআপডেট: 5 মিনিট আগে
টেস্টের পর ওয়ানডেতেও ফিরলেন টেইলর
টেস্টের পর ওয়ানডেতেও ফিরলেন টেইলর
নিষেধাজ্ঞার শাস্তি কাটিয়ে কয়েক সপ্তাহ আগে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন ব্রেন্ডন টেইলর। টেস্ট দিয়ে প্রত্যাবর্তনের পর এবার ওয়ানডে স্কোয়াডেও রাখা হলো জিম্বাবুয়ের সাবেক অধিনায়ককে। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সিরিজে খেলতে দেখা যাবে ২০৫টি ওয়ানডে খেলা অভিজ্ঞ এই কিপার-ব্যাটসম্যানকে।
সোমবার জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড ঘোষিত ১৬ সদস্যের দলে আছেন ৩৯ বছর বয়সী টেইলর। আয়ারল্যান্ডের বিপক্ষে ২০২১ সালের সেপ্টেম্বরে ওয়ানডে সিরিজ দিয়েই হঠাৎ অবসর নেন তিনি। পরে প্রকাশ্যে আসে দুর্নীতি দমন আইনের কয়েকটি ধারা ভাঙার দায়ে আইসিসির নিষেধাজ্ঞা ও ড্রাগ পরীক্ষায় ব্যর্থতার ঘটনা। সাড়ে তিন বছরের সেই শাস্তি শেষ হয় গত মাসে। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটে তার।
আগামী ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখেই অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে ফেরানোর পরিকল্পনা করছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। গিভমোর মাকোনির নেতৃত্বাধীন বোর্ডের চেষ্টাতেই জাতীয় দলে ফিরেছেন টেইলর। ফেব্রুয়ারিতে আয়ারল্যান্ড সিরিজের পর দীর্ঘদিন ওয়ানডে না খেলা জিম্বাবুয়ে এবার মাঠে নামছে লঙ্কানদের বিপক্ষ। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ওয়ানডে হবে ২৯ ও ৩১ আগস্ট। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুই দল, যথাক্রমে ৩, ৬ ও ৭ সেপ্টেম্বর।
জিম্বাবুয়ের ওয়ানডে দল:
ক্রেইগ আরভাইন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, জোনাথান ক্যাম্পবেল, বেন কারান, ব্র্যাড ইভান্স, ট্রেভর গুয়ান্ডু, ওয়েসলি মাধেভেরে, ক্লাইভ মাডান্ডে, আর্নেস্ত মাসুকু, টনি মুনিয়োঙ্গা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, নিউম্যান নিয়ামহুরি, সিকান্দার রাজা, ব্রেন্ডন টেইলর, শন উইলিয়ামস।