Image

নিউজিল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জ্যাকব ডাফি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 মাস আগেআপডেট: 18 মিনিট আগে
নিউজিল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জ্যাকব ডাফি

নিউজিল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জ্যাকব ডাফি

নিউজিল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জ্যাকব ডাফি

নিউজিল্যান্ডের ফাস্ট বোলার বেন সিয়ার্স হ্যামস্ট্রিং ইনজুরির কারণে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ থেকে ছিটকে গেছেন। তার বদলে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে পেসার জ্যাকব ডাফিকে।

সিয়ার্স বুধবার করাচিতে দলের প্রথম অনুশীলনে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেন। পরে স্ক্যানে ছোট ধরনের ছিঁড় ধরা পড়ে। যাতেকমপক্ষে দুই সপ্তাহের পুনর্বাসন প্রক্রিয়া প্রয়োজন করবে। একারনে তিনি নিউজিল্যান্ডের গ্রুপ 'এ' এর শেষ ম্যাচ অথ্যৎ ভারতের বিপক্ষে খেলার আগে সুস্থ হতে পারবেন না। যার ফলে তাকে পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডাফি ইতোমধ্যে দলের সঙ্গেই ছিলেন পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডে। তার ফিটনেস এবং বর্তমান ফর্মের কারণে তাকে দ্রুত অন্তর্ভুক্ত করা সম্ভব হয়েছে।

নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টেড বলেন,"বেনের জন্য এটি খুবই হতাশার সংবাদ। এত বড় একটি টুর্নামেন্টের আগে ইনজুরির কারণে বাদ পড়া সত্যিই কষ্টকর। বিশেষ করে বেনের জন্য, কারণ এটি তার প্রথম বড় আইসিসি ইভেন্ট হতো।"

স্টেড আরও বলেন, "এই টুর্নামেন্টের সংক্ষিপ্ত সময়সীমার কারণে আমরা এমন একজন খেলোয়াড় দলে নিতে চেয়েছিলাম, যিনি সম্পূর্ণ ফিট এবং প্রস্তুত।"

তিনি ডাফির অন্তর্ভুক্তি সম্পর্কে বলেন, "শ্রীলঙ্কার বিপক্ষে সাম্প্রতিক সিরিজে জ্যাকব দেখিয়েছে যে, আন্তর্জাতিক পর্যায়ে পারফর্ম করার ক্ষমতা তার রয়েছে।"

Details Bottom
Details ad One
Details Two
Details Three