Image

তামিম বললেন, অবশ্যই কামব্যাক করার সুযোগ আছে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 4 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
তামিম বললেন, অবশ্যই কামব্যাক করার সুযোগ আছে

তামিম বললেন, অবশ্যই কামব্যাক করার সুযোগ আছে

তামিম বললেন, অবশ্যই কামব্যাক করার সুযোগ আছে

প্রথম ম্যাচে ব্যর্থতার পর দ্বিতীয় ওয়ানডের আগে দল নিয়ে কথা বলার জন্য সংবাদসম্মেলনে এলেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। নিজের পারফরম্যান্সে তৃপ্ত নন তিনি, বরং স্পষ্টভাবেই জানালেন দলীয় প্রত্যাশা পূরণ করতে না পারার হতাশার কথা।

প্রথম ওয়ানডেতে ৬১ বলে ৬২ রান করেও নিজের পারফরম্যান্সকে ‘ভালো খেলা’ বলতে নারাজ তানজিদ। তার বক্তব্য, "আপনি প্রথম যেটা বললেন, আমি ভালো খেলেছি। আমার কাছে মনে হয় না আমি ভালো খেলেছি, দলের চাওয়া আমি পূরণ করতে পারিনি। সেটা পূরণ করতে পারলে হয়তবা বলতে পারতাম আমি ভালো খেলেছি, দলের জন্য খেলতে পেরেছি। অবশ্যই কামব্যাক করার সুযোগ আছে। ৩ ম্যাচের সিরিজ, ১ ম্যাচ হয়েছে। পরের ম্যাচ খুব গুরুত্বপূর্ণ।"

দলের ব্যাটিং বিপর্যয়ের প্রসঙ্গে তিনি তুলে ধরেন শুরুতে গড়ে ওঠা জুটির ভাঙন এবং গুরুত্বপূর্ণ সময়ের রানআউট ও ক্যাচ আউটের ঘটনা। তানজিদের ভাষায়, "আমি আর (নাজমুল হোসেন) শান্ত ভাই ভালো একটা জুটি দিচ্ছিলাম। সেদিক থেকে বলব, আমরা কিছুটা দুর্ভাগা। ওই রান-আউট, ভালো ক্যাচ ধরেছে ওরা। ওইটা টার্নিং পয়েন্ট। সেখান থেকে দুজন মিলে আরও ৩০-৪০ রান যোগ করতে পারলে আমাদের জন্য আরও সহজ হতো। আসলে এখানে যেরকম উইকেট, এমন ডিমান্ড করে যে যারা সেট হবে উইকেটে, তাদের অনেক লম্বা ইনিংস খেলতে হবে।"

এই তরুণ ব্যাটারের মতে, উইকেটে থিতু হওয়ার পর সেট থাকা ব্যাটারদেরই দায়িত্ব নিতে হবে শেষ অবধি খেলার। তিনি বলেন,
"আমি আর শান্ত ভাই যেরকম সেট ছিলাম, আরও কিছু ওভার যদি ৫-১০ ওভার আরও থাকতে পারতাম, তাহলে ম্যাচটা ভালোভাবে বের হয়ে আসতে। পরের ব্যাটারদের জন্য অনেক সহজ হয়ে যাব। আমাদের একটাই মেসেজ থাকবে, নতুন ব্যাটারের জন্য উইকেটে গেলে একটু কঠিন একটু সময় নিয়ে ব্যাট করা। যারা সেট থাকবে তাদেরকে শেষ পর্যন্ত খেলার চেষ্টা করতে হবে ম্যাচটা বের করা না পর্যন্ত।"

নিজের ইনিংস নিয়ে আবারও আত্মসমালোচনা করেন তানজিদ। বারবারই স্পষ্ট করেন, দলের প্রয়োজন মেটাতে না পারা তাকে সন্তুষ্ট হতে দিচ্ছে না। "আমার মনে হয় না আমি খুব ভালো খেলেছি। আমি দলের প্রত্যাশা মেটাতে পারিনি। দলের চাওয়া অনুযায়ী খেলতে পারলে ভাবতাম ভালো ব্যাট করেছি। আমি পরের ম্যাচে ভালো করার চেষ্টা করব। আমার মনে হয় অই রানআউট (শান্তর) এবং আমার ক্যাচ আউট হওয়াটা, আমাদের দলের জন্য দুর্ভাগ্যজনক ছিল। যদি এগুলো উতরে যেতে পারি তাহলে এটা (ম্যাচটা) আমাদের পক্ষে চলে আসত।"

সিরিজে টিকে থাকতে হলে বাংলাদেশকে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প খুঁজতে হবে। সেই লড়াইয়ের আগে তানজিদের কণ্ঠে যেমন ছিল সততার স্পর্শ, তেমনি ছিল দৃঢ় প্রত্যয়ের ইঙ্গিত।

Details Bottom
Details ad One
Details Two
Details Three