শেষ ওয়ানডের আগে সাদা বলের দলে যোগ দিচ্ছেন নাসুম-শেখ মেহেদী

শেষ ওয়ানডের আগে সাদা বলের দলে যোগ দিচ্ছেন নাসুম-শেখ মেহেদী
শেষ ওয়ানডের আগে সাদা বলের দলে যোগ দিচ্ছেন নাসুম-শেখ মেহেদী
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ভয়াবহ ব্যাটিং ধসে শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হেরে গেল বাংলাদশ। আগামীকাল সিরিজের দ্বিতীয় ওয়ানডে, কলম্বোতেই। তবে ক্যান্ডিতে সিরিজের শেষ ম্যাচের আগে বাংলাদেশের সাদা বলের দলে যোগ দিচ্ছেন দুই স্পিনার নাসুম আহমেদ ও শেখ মেহেদী। ওয়ানডে দলের প্রস্তুতিতে তারা কাজে আসবেন।
৫ জুলাই কলম্বোতে বাংলাদেশ সাদা বলের দলে যোগ দেবেন দুই স্পিনার নাসুম আহমেদ ও শেখ মেহেদী হাসান। তাদের আগমনের পর, বাংলাদেশ ৬ জুলাই ক্যান্ডিতে তিন ম্যাচের সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে যাবে। তারপরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম টি-টোয়েন্টি খেলবে। টি-টোয়েন্টির দলে ডাক পাওয়ার আগেই শ্রীলঙ্কায় আসছেন নাসুম-মেহেদী, ওয়ানডে দলের প্রস্তুতিতে তারা কাজে আসবেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক এখনও টি-টোয়েন্টি দল ঘোষণা করেনি, তবে নাসুম এবং মেহেদী উভয়ই টি-টোয়েন্টি দলের সম্ভাব্য খেলোয়াড়। বাঁ-হাতি নাসুম স্পিন বোলিং আক্রমণে নতুন মাত্র যোগ করবে, অন্যদিকে একজন গুরুত্বপূর্ণ অলরাউন্ডার শেখ মেহেদী।
বুধবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে ৭৭ রানে হারল বাংলাদেশ। চারিথ আসালাঙ্কার সেঞ্চুরিতে ২৪৪ রান তোলে শ্রীলঙ্কা। বাংলাদেশ গুটিয়ে যায় ১৬৭ রানে। এক পর্যায়ে বাংলাদেশের রান ছিল ১ উইকেটে ১০০। সেখান থেকে ৫ রানের মধ্যে তারা হারায় ৭ উইকেট। সিরিজের পরের ম্যাচ আগামীকাল শনিবার একই মাঠে।