‘ঝুঁকি না, উন্নতির সুযোগ’—নেদারল্যান্ডস সিরিজ নিয়ে লিটন
৯৭ প্রতিবেদক: মোহাম্মদ আফজল
প্রকাশ: 3 ঘন্টা আগেআপডেট: 1 মিনিট আগে
‘ঝুঁকি না, উন্নতির সুযোগ’—নেদারল্যান্ডস সিরিজ নিয়ে লিটন
‘ঝুঁকি না, উন্নতির সুযোগ’—নেদারল্যান্ডস সিরিজ নিয়ে লিটন
নেদারল্যান্ডসের বিপক্ষে হোম সিরিজ নিয়ে কিছুটা প্রশ্ন থাকলেও বাংলাদেশ অধিনায়ক লিটন দাস এটিকে দেখছেন ইতিবাচক চোখে। তাঁর মতে, এই সিরিজ কোনো ঝুঁকি নয়, বরং নিজেদের যাচাই-বাছাইয়ের বড় সুযোগ।
“আন্তর্জাতিক ক্রিকেটে কোনো দলই ছোট নয়। আমরা সব সময় জেতার জন্যই খেলি। সামনে যতগুলো ম্যাচ খেলব, সবই জেতার লক্ষ্যেই মাঠে নামব,”— বৃহস্পতিবার সিলেটে সংবাদ সম্মেলনে বলেন লিটন।
প্রাথমিকভাবে সিরিজটি হওয়ার কথা ছিল ভারতের বিপক্ষে। তবে ভারত না আসায় প্রতিপক্ষ হিসেবে বিসিবি বেছে নেয় নেদারল্যান্ডসকে। নেদারল্যান্ডস এই সিরিজ হারলেও তাদের হারানোর কিছু নাই তবে বাংলাদেশের রয়েছে ঝুঁকি। সিরিজ হারলে এশিয়া কাপের আগে আত্মবিশ্বাসের ঘাটতি দেখা দিতে পারে। তবে এসব নিয়ে ভাবছেন না টাইগার অধিনায়ক। অনেকের মতে এশিয়া কাপের আগে এটাকে 'কম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ' সিরিজ মনে হলেও লিটনের দৃষ্টিভঙ্গি আলাদা।
নেদারল্যান্ডসের বিপক্ষে হারের ঝুঁকি নিয়ে টাইগার দলপতি বলেন, “বাংলাদেশ এর আগেও অনেক দলের কাছে হেরেছে। এটা নতুন কিছু না। যদি হেরেও যাই, সেটাও সম্ভব। কারণ দুইটা দলের মধ্যে খেলায় একটা দল তো হারবেই। কিন্তু আমরা কতটা ভালো ক্রিকেট খেলতে পারছি, সেটাই আসল বিষয়।”
এদিকে গেল ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশকে চমকে দিয়েছিল নেদারল্যান্ডস। ধর্মশালায় ৮৭ রানে জয় তুলে নেয় তারা। কিন্তু টি-টোয়েন্টিতে এখনও বাংলাদেশের বিপক্ষে জয়শূন্য ইউরোপিয়ান দলটি। দুদলের এটিই প্রথম দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলার অভিজ্ঞতা অবশ্য আছে ডাচদের। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সিলেটেই আয়ারল্যান্ডকে ৩৯ বল বাকি থাকতেই হারিয়ে গড়েছিল টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম জয় পাওয়ার রেকর্ড। তবে সেই দলের কেউ নেই এবারকার স্কোয়াডে।
লিটন অবশ্য এসব পরিসংখ্যান নিয়ে চিন্তা করছেন না। বরং তিনি চান, দল যতটা সম্ভব মানসম্পন্ন ক্রিকেট খেলুক এবং এশিয়া কাপের আগেই নিজেদের শক্তি-দুর্বলতা বোঝার সুযোগ কাজে লাগাক।
বাংলাদেশের টি২০ কাপ্তান বলেন, “যদি সুযোগ থাকে, আমরা কিছু ক্রিকেটারকে দেখে নিতে পারি। কিন্তু দিনশেষে এটা আন্তর্জাতিক ক্রিকেট, এখানে জয়টাই গুরুত্বপূর্ণ।”