একদিন এমন হতেই পারে, আমরা আহামরি খারাপ খেলি নাই: নাসুম
একদিন এমন হতেই পারে, আমরা আহামরি খারাপ খেলি নাই: নাসুম
একদিন এমন হতেই পারে, আমরা আহামরি খারাপ খেলি নাই: নাসুম
ঢাকা পর্বের টানা ২ ম্যাচ জিতে বিপিএলে দারুণ সূচনা করেছিল খুলনা টাইগার্স। সিলেটো তৃতীয় ম্যাচের আগে লম্বা বিরতিতে বেশ ফুরফুরে মেজাজেই ছিলো দলটির খেলোয়াড়রা। তবে সিলেটে দুর্বার রাজশাহীর বিপক্ষে খেলতে নেমে এবারের বিপিএলে প্রথমবারের মত হারের স্বাদ পেয়েছে খুলনা।
গত আসরেও প্রথমে টানা ৪ ম্যাচে জিতেছিল খুলনা। কিন্তু তারপরেই মোমেন্টার হারিয়ে নকআউট পর্ব ও খেলতে পারেনি দলটি। এবারো মোমেন্টাম হারালো কিনা, এই প্রসঙ্গে সংবাদ সম্মেলনে দলটির প্রতিনিধিত্ব করতে আসা নাসুম আহমেদ বলেন,
"আসলে মোমেন্টাম হারায়ে যায় নাই। গতবার কিন্তু সিলেটে এসেও আমরা প্রথম ম্যাচ জিতেছিলাম। এমন হইতেই পারে, একদিন এমন হইতেই পারে। আমরা আহামরি কোনো খারাপ খেলিও নাই। ১৮০ রান তাড়া করার মত ছিল। আমরা মাঝে কিছু উইকেট হারানোতে শেষে সংগ্রাম করতে হয়েছে।"
রাজশাহীর দেয়া ১৭৮ রানের জবাবে পাওয়ার প্লে তে মাত্র ৩৪ রান তুলতেই ২ উইকেট হারিয়ে খুলনা টাইগার্স। হারের কারণ হিসাবে এটাকেই দেখছেন নাসুম, "পাওয়ারপ্লের ৫ থেকে ১০-১২ ওভার পর্যন্ত আমরা একটু কম রান করেছি। সেখানে আমরা একটু পিছায়ে গিয়েছি।"
এবারের বিপিএলে এখন পর্যন্ত সবচেয়ে কম ম্যাচ খেলেছে খুলনা টাইগার্স। ৩ তারিখ ঢাকায় দ্বিতীয় ম্যাচ খেলার পর ১০ তারিখ সিলেটে খেলেছে তৃতীয় ম্যাচ। মাঝখানে লম্বা বিরতি। তবে এই বিরতিতে দলের কোনো সমস্যা হয়নি জানিয়ে নাসুম বলেন, "এটা শুরুতেই হয়ে গেছে ভালো আমি মনে করি। সব দলেরই একটা না একটা গ্যাপ নিতেই হত। এটা পেশাদারভাবেই নেওয়া উচিত।"