বাংলাদেশে চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা দেখা যাবে দুই টিভি চ্যানেল ও এক অ্যাপে

বাংলাদেশে চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা দেখা যাবে দুই টিভি চ্যানেল ও এক অ্যাপে
বাংলাদেশে চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা দেখা যাবে দুই টিভি চ্যানেল ও এক অ্যাপে
২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে এক সপ্তাহেরও কম সময় বাকি। বাংলাদেশে নাগরিক টিভি ও টি-স্পোর্টস পুরো টুর্নামেন্ট টিভিতে সম্প্রচার করবে। টিভির পাশাপাশি অনলাইনেও দেখা যাবে আসন্ন এই টুর্নামেন্টের ম্যাচগুলো।
বাংলাদেশের দুই বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন— নাগরিক টিভি ও টি-স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির সব ম্যাচ। চ্যাম্পিয়ন্স ট্রফি দেখার জিন্য আছে ডিজিটাল উপায়ও।
টেলিভিশনের বিকল্প হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো দেখার সুযোগ রয়েছে টফি অ্যাপে। মোবাইলে লাইভ খেলা দেখতে হলে তাদের অ্যাপ নামাতে পারেন।
১৯ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে খেলবে ৮ দল। গ্রুপ পর্বে বাংলাদেশ খেলবে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে। এরপর সেমিফাইনালের পর টুর্নামেন্টের ফাইনাল মাঠে গড়াবে মার্চের ৯ তারিখ।
কোন দেশে কোথায় দেখা যাবে চ্যাম্পিয়ন্স ট্রফি-
বাংলাদেশ: নাগরিক টিভি ও টি-স্পোর্টস। ওটিটি- টফি অ্যাপ।
ভারত: জিওস্টার (হটস্টার পোর্টাল, স্টার নেটওয়ার্কের ১৮টি চ্যানেল)
পাকিস্তান: পিটিভি ও টেন স্পোর্টস। ওটিটি- মাইকো ও তামাশা অ্যাপ।
সংযুক্ত আরব আমিরাত: ক্রিকলাইফ ম্যাক্স ও ক্রিকলাইফ ম্যাক্স ২, ওটিটি- স্টার্যপ্লে।
যুক্তরাজ্য: স্কাই স্পোর্টস, স্কাই স্পোর্টস মেইন ইভেন্ট, স্কাই স্পোর্টস একশন। ওটিটি- স্কাই গো, নাও, স্কাই স্পোর্টস অ্যাপ।
যুক্তরাষ্ট্র ও কানাডা: উইলো টিভি। ওটিটি: ক্রিকবাজ অ্যাপ।
ক্যারিবিয়ান আইল্যান্ডস: ইএসপিএন ক্যারিবিয়ান অন টিভি। ওটিটি: ইএসপিএন প্লে ক্যারিবিয়ান অ্যাপ।
অস্ট্রেলিয়া: প্রাইম ভিডিও।
নিউজিল্যান্ড: স্কাই স্পোর্টস নিউজিল্যান্ড, ওটিটি: স্কাই গো, নাও।
দক্ষিণ আফ্রিকা ও শাহারান অঞ্চল: সুপারস্পোর্ট ও সুপারস্পোর্ট অ্যাপ।
আফগানিস্তান: এটিএন।
শ্রীলঙ্কা: মহারাজা টিভি। ওটিটি: সিরাসা।
রেডিও
বাংলাদেশ: রেডিও স্বাধীন ৯৪.৪ ও রেডিও ভূমি ৯২.৮ এফএম।
যুক্তরাজ্য: বিবিসি রেডিও ৫ স্পোর্টস এক্সট্রা।
ভারত: সর্বভারতীয় বেতার।
পাকিস্তান: হাম ১০৬.২ এফএম।
সংযুক্ত আরব আমিরাত: টক ১০০.৩ এফএম বিগ ১০৬.২ এফএম।
শ্রীলঙ্কা: লাখান্দা রেডিও।
এছাড়া আইসিসি টিভি থেকে খেলা দেখা যাবে সাবস্ক্রিপশন নিয়ে। আইসিসির ওয়েবসাইট থেকে খেলার অডিও ধারাবিবরনী শোনা যাবে বিনামূল্যে।