লিটন দাস ফিরছেন সামনের সিরিজ দিয়েই

লিটন দাস ফিরছেন সামনের সিরিজ দিয়েই
লিটন দাস ফিরছেন সামনের সিরিজ দিয়েই
আঙুলের চোটে বেশ কিছুদিন মাঠের বাইরে থাকা লিটন দাসকে ঘিরে আশার আলো দেখছে টিম ম্যানেজমেন্ট। সুস্থতার পথে তার অগ্রগতি সন্তোষজনক, এমনটাই জানিয়েছেন জাতীয় দলের ফিজিও। সবকিছু ঠিকঠাক থাকলে সংযুক্ত আরব আমিরাত সফর দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন এই ব্যাটার।
শনিবার ফিজিও বায়জেদুল ইসলাম খান বলেন, "আজ তার এক্স-রে করা হয়েছে। তার অবস্থা এখন আগের চেয়ে ভালো।"
চিকিৎসা পরিকল্পনা অনুযায়ী, লিটনের পুনর্বাসন প্রক্রিয়া এক মাসের মতো দীর্ঘ হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়ের আগেই ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে। বায়জেদুল আরও বলেন, "মূলত এক মাস পর তাকে মাঠে ফেরানোর পরিকল্পনা ছিল আমাদের। যেহেতু তিন সপ্তাহ পেরিয়ে গেছে, তাই আমরা এখন তার ফিটনেসের উন্নতির জন্য কার্যকর কাজগুলো শুরু করার চেষ্টা করব। এরপর আমরা আগামী ১০-১২ মের মধ্যে একটি ফিটনেস পরীক্ষা নিব। তার অগ্রগতি সত্যিই ভালো। আমি আশাবাদী যে, সে সময়মতো সেরে উঠতে পারবে।"
চোটটি পেয়েছিলেন পাকিস্তানে করাচি কিংসের হয়ে অনুশীলনের সময়। এরপর দেশে ফিরে স্ক্যান করিয়ে জানা যায়, তার আঙুলে রয়েছে সূক্ষ্ম চিড়। তখন নিজেই জানিয়েছিলেন, এই চোট কাটিয়ে ফিরতে কমপক্ষে দুই সপ্তাহ সময় লাগবে।
বাংলাদেশ দল ১৪ মে উড়াল দেবে সংযুক্ত আরব আমিরাতে। সেখানে ১৭ ও ১৯ মে দুইটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে। এরপর রয়েছে পাকিস্তান সফর, যেখানে টাইগাররা অংশ নেবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। দুই সফরের জন্য একই দল ঘোষণা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নতুন অধিনায়কত্ব নিয়েও আলোচনা চলছে। নাজমুল হোসেন শান্ত দায়িত্ব ছাড়ায়, যদি লিটন পুরোপুরি ফিট হয়ে ওঠেন, তাহলে নেতৃত্বেও তাকে ভাবতে পারে টিম ম্যানেজমেন্ট।