Image

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আকবর আলির নেতৃত্বে ইমার্জিং দল ঘোষণা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 18 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আকবর আলির নেতৃত্বে ইমার্জিং দল ঘোষণা

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আকবর আলির নেতৃত্বে ইমার্জিং দল ঘোষণা

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আকবর আলির নেতৃত্বে ইমার্জিং দল ঘোষণা

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ ইমার্জিং দলের নেতৃত্বে আকবর আলি। চলতি মাসে বাংলাদেশ সফরে এসে তিনটি ওয়ানডে ও দুটি চারদিনের ম্যাচ খেলবে প্রোটিয়া যুবারা। ওয়ানডে ম্যাচগুলি রাজশাহীতে অনুষ্ঠিত হবে। এরপর চট্টগ্রাম এবং ঢাকায় চার দিনের সিরিজ।

আজ এক বিবৃরিতে, ১৫ সদস্যের ইমার্জিং দল নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলটির নেতৃত্বে রাখা হয়েছে ২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলিকে। আছেন আকবরের সতীর্থ রাকিবুল হাসানও। 

সদ্য শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে পারফর্ম করা জিশান আলম, আরিফুল ইসলাম, রিপন মন্ডল, ওয়াসি সিদ্দিক, মাহফুজুর রহমান রাব্বি, রায়ান রাফসান রহমানরা ডাক পেয়েছেন ইমার্জিং দলে। 

আগামী ৭ মে বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকার ইমার্জিং দল। ১২, ১৪ ও ১৬ মে রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে হবে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো। এরপর ২০ থেকে ২৩ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে প্রথম চার দিনের ম্যাচ। মিরপুর শেরে বাংলায় ২৭ থেকে ৩০ মে দ্বিতীয় চার দিনের ম্যাচ।

বাংলাদেশ ইমার্জিং দল: 

আকবর আলি (অধিনায়ক), মাহফিজুল ইসলাম, জিশান আলম, রায়ান রাফসান রহমান, আরিফুল ইসলাম, আহরার আমিন, প্রীতম কুমার, মাহফুজুর রহমান রাব্বি, তোফায়েল আহমেদ রায়হান, ওয়াসি সিদ্দিক, রাকিবুল হাসান, শেখ পারভেজ জীবন, মারুফ মৃধা, রিপন মন্ডল, আসাদুজ্জামান।

Details Bottom
Details ad One
Details Two
Details Three