Image

এক ম্যাচে তিনটি সুপার ওভার এই প্রথমবার

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 3 সপ্তাহ আগেআপডেট: 56 মিনিট আগে
এক ম্যাচে তিনটি সুপার ওভার এই প্রথমবার

এক ম্যাচে তিনটি সুপার ওভার এই প্রথমবার

এক ম্যাচে তিনটি সুপার ওভার এই প্রথমবার

গ্লাসগোতে নেপাল-নেদারল্যান্ডস ম্যাচে ক্রিকেট ইতিহাসের এক অভূতপূর্ব অধ্যায় রচিত হলো যেখানে ম্যাচ গড়ালো তিনটি সুপার ওভারে! রুদ্ধশ্বাস এই লড়াইয়ে শেষ পর্যন্ত জয় তুলে নেয় নেদারল্যান্ডস।

নেপালের ইনিংসে ১৬ রানের প্রয়োজন ছিল শেষ ওভারে। সেই সময় নন্দন যাদবের ব্যাটে ৪, ২, ২, ৪ রান আসে। এই ব্যাটিংয়ে ম্যাচ গড়ায় প্রথম সুপার ওভারে।

সেই ওভারে বল করতে আসেন বাঁহাতি স্পিনার ড্যানিয়েল ডোরাম, যিনি মূল ইনিংসে ১৪ রানে ৩ উইকেট নিয়েছিলেন। কিন্তু সুপার ওভারে তিনিই পেলেন কঠিন সময়। কুশল ভুর্তেলের ব্যাটে দুটি ছক্কা ও একটি চারে নেপাল তোলে ১৯ রান। জবাবে প্রথম বলেই মাইকেল লেভিট মারেন ছয়, এরপর শেষ দুই বলে ম্যাক্স ও’ডাউড মারেন ছয় ও চার ম্যাচ গেল দ্বিতীয় সুপার ওভারে।

সেই ওভারে নেদারল্যান্ডস তোলে ১৭ রান। নেপালের পক্ষে প্রথম বলেই রোহিত পৌডেল মারেন ছক্কা, দীপেন্দ্র সিং আইরির ব্যাটে আসে চার, শেষ বলে দরকার ছিল ৭ রান আইরি মারলেন ছক্কা, ম্যাচ গড়ায় তৃতীয় সুপার ওভারে।

তৃতীয় ওভারে বল হাতে আসেন অফস্পিনার জ্যাক লায়ন-ক্যাচে। প্রথম বলেই আউট পৌডেল, এরপর রুপেশ সিংকেও ফেরান তিনি নেপাল এক রানও করতে পারেনি! জবাবে স্যান্ডিপ লামিচানে'র প্রথম বলেই লেভিট মারেন ছক্কা, এখানেই শেষ নাটক।

এর আগে মূল ইনিংসে প্রথমে ব্যাট করে ১৫২ রান তোলে নেদারল্যান্ডস। নির্ধারিত ইনিংসে সর্বোচ্চ রান আসে টিজ নিডামানুরুর ব্যাট থেকে ৩৫ রান। নেপালের হয়ে লামিচানে নেন ৩ উইকেট, নন্দন ২টি।

জবাবে ব্যাট করতে নেমে নেপালও করে ১৫২। পৌডেল করেন ৪৮, ভুর্তেল ৩৪। কিন্তু ডোরামের স্পিন ভেল্কি ও শেষ ওভারে নেদারল্যান্ডসের নিয়ন্ত্রিত বোলিং ম্যাচ গড়ায় সুপার ওভারে।

এই ম্যাচটি পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি বা লিস্ট-এ কোনো ফরম্যাটেই প্রথম, যেখানে তিনটি সুপার ওভার খেলা হয় যা নিশ্চিতভাবেই জায়গা করে নেবে ক্রিকেট ইতিহাসের পাতায়।

Details Bottom
Details ad One
Details Two
Details Three