Image

ফাইনালে যাওয়ার মিশনে এইডেন মার্করামকে নিয়ে দক্ষিণ আফ্রিকার চিন্তা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 15 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ফাইনালে যাওয়ার মিশনে এইডেন মার্করামকে নিয়ে দক্ষিণ আফ্রিকার চিন্তা

ফাইনালে যাওয়ার মিশনে এইডেন মার্করামকে নিয়ে দক্ষিণ আফ্রিকার চিন্তা

ফাইনালে যাওয়ার মিশনে এইডেন মার্করামকে নিয়ে দক্ষিণ আফ্রিকার চিন্তা

চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় সেমিফাইনাল আজ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সন্ধ্যায় মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড। জিতলেই ফাইনালের মঞ্চে; এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোট ইস্যুতে ভুগছে প্রোটিয়ারা। চিন্তা এইডেন মার্করামের ফিটনেস নিয়ে। তবে স্বস্তির খবরও আছে, টেম্বা বাভুমা ও টনি ডি জর্জি অসুস্থতা থেকে সেরে উঠেছেন। 

সেমিফাইনালের আগে প্রোটিয়াদের ড্রেসিংরুমে আশঙ্কা। তারকা ব্যাটার এইডেন মার্করাম চোটের সঙ্গে লড়ছেন। ফলে মার্করামের কভার হিসেবে জর্জ লিন্ডেকে দলের সঙ্গে যুক্ত করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। লিন্ডে দক্ষিণ আফ্রিকা দলের সঙ্গে এখন লাহোরে। মার্করাম ম্য়াচ বা টুর্নামেন্ট থেকে ছিটকে না গেলে লিন্ডেকে স্কোয়াডে নেওয়া হবে না।

ইংল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফিল্ডিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান মার্করাম। ম্যাচের বাকি সময় তাঁকে আর ফিল্ডিং করতে দেখা যায়নি। তবে ফাইনালের টিকিট পাওয়ার লড়াইয়ে তাঁকে পাওয়া যাবে কিনা শঙ্কা তৈরি হয়েছে, মার্করামের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে প্রোটিয়া টিম ম্যানেজমেন্ট। 

বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার জর্জ লিন্ডেকে ডাকা হলো মার্করামের কভার হিসেবে। বাঁ-হাতি ফাস্ট বোলার কোয়েনা মাফাকাও ভ্রমণকারী রিজার্ভ হিসেবে দলের সাথে আছেন। চোটের কারণে এই টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকা পাচ্ছে না আনরিখ নরকিয়া, জেরাল্ড কোয়েটজি, নান্দ্রে বার্গার, লিজাদ উইলিয়ামসের মতো বোলারদের। এবার মার্করামও যদি ছিটকে যান তাহলে নিশ্চিতভাবেই তা প্রোটিয়াদের কাছে বড় ধাক্কা হবে।

আজ চোকার্স তকমা ঘোচানোর ম্যাচ দক্ষিণ আফ্রিকার। পারবে কি প্রোটিয়ারা কিউই বাধা টপকে ফাইনালে পৌঁছাতে?  

Details Bottom
Details ad One
Details Two
Details Three