সাকিবের পাওনা ৪৮ লাখ টাকা দিতে পারছে না বিসিবি

সাকিবের পাওনা ৪৮ লাখ টাকা দিতে পারছে না বিসিবি
সাকিবের পাওনা ৪৮ লাখ টাকা দিতে পারছে না বিসিবি
২০২৫ সালের জন্য কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করার অপেক্ষায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সাকিব আল হাসান প্রথমবারের মতো বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে চলেছেন। গেল মৌসুমে সাকিবের চুক্তির শেষ চার মাসের বেতন এখনও দেয়নি বিসিবি। সর্বোচ্চ ক্যাটাগরিতে থাকা সাকিবের ম্যাচ ফি ও পারিশ্রমিক বাবদ পাওনা ৪৮ লাখ টাকা।
বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় নাম, সাবেক অধিনায়ক সাকিব আল হাসান গেল বছরের শেষ চার মাসের বেতন পাননি বিসিবি থেকে। ২০২৪ সালের জন্য যে কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সর্বোচ্চ ক্যাটাগরির তিন সংস্করণের চুক্তিতেই ছিলেন সাকিব।
বিসিবি কর্মকর্তারা দ্য ক্রিকবাজকে এই ঘটনা স্বীকার করে বলেন- সাকিবের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে বলে তারা তার বেতন পরিশোধ করতে পারছেন না, "এটা সত্য যে সে (সাকিব) এখনও সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বরের বেতন পায়নি এবং এর মূল কারণ তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে।"
সাকিব কর বাদে বিসিবি থেকে মোট ৪৮ লক্ষ টাকা (৩৮৪০০ মার্কিন ডলার) পাবেন। ব্যাংক হিসাব জব্দ থাকার কারণে সাকিবকে তার প্রাপ্য পারিশ্রমিক বুঝিয়ে দিতে পারছে না ক্রিকেট বোর্ড।
গত বছরের অক্টোবরে ক্রিকেট তারকা ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের ব্যাংক হিসাব জব্দ করা হয়। লেনদেন পর্যালোচনায় অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়ায় তাঁদের হিসাব জব্দ করা হয় বলে জানায় বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এর পর থেকে দেশে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা ও সরকারঘনিষ্ঠ ব্যবসায়ীদের গ্রেপ্তারের পাশাপাশি তাঁদের ব্যাংক হিসাব জব্দ বা স্থগিত করা হয়। সেই প্রক্রিয়ায় সাকিব আল হাসান, তাঁর স্ত্রীর হিসাব জব্দ করা হয়েছে। সাকিব আল হাসান বর্তমানে বিদেশে অবস্থান করছেন। তাঁর বিরুদ্ধে দেশে মামলাও হয়েছে।