Image

আইপিএলের শেষ ম্যাচে রিশাব পান্টের জরিমান ৩০ লাখ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আইপিএলের শেষ ম্যাচে রিশাব পান্টের জরিমান ৩০ লাখ

আইপিএলের শেষ ম্যাচে রিশাব পান্টের জরিমান ৩০ লাখ

আইপিএলের শেষ ম্যাচে রিশাব পান্টের জরিমান ৩০ লাখ

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে স্লো ওভাররেটের জন্য লখনৌ সুপার জায়ান্টস অধিনায়ক রিশাব পান্টকে জরিমানা করা হয়েছে। আইপিএলের আচরণবিধি অনুসারে এটি তার দলের তৃতীয় অপরাধ, তাই ক্যাপ্টেন পান্টের জরিমানা ৩০ লাখ রুপি। তিনি একা নন, লখনৌ দলের সবাই শাস্তি পেয়েছেন।

গতরাতে আইপিএলে সেঞ্চুরি করেও দলকে জেতাতে পারেননি রিশাব পান্ট। বেঙ্গালুরুর কাছে ম্যাচ হারের পর এবার দলের সঙ্গে শাস্তি পেলেন অধিনায়ক পান্ট।  

এবারের আইপিএলে তৃতীয় বার স্লো ওভার রেটের কারণে শাস্তি পেলেন পান্ট। ইমপ্যাক্ট প্লেয়ার সহ প্লেয়িং ইলেভেনের প্রত্যেককে পৃথকভাবে ১২ লক্ষ রুপি অথবা তাদের নিজ নিজ ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে।

জরিমানার কবলেও পড়লেও টুর্নামেন্টের শেষ ম্যাচে জাত চেনালেন রিশাব পান্ট। করলেন সেঞ্চুরি। মাত্র ৬১ বল খেলে তুললেন ১১৮ রান। সেঞ্চুরির পর মাঠের মাঝেই দিলেন ডিগবাজি। এর আগে বাকি ১৩ ম্য়াচে রিশাব করেছিলেন মাত্র ১৫১ রান। অবশেষে ৬১ বলে ১১৮ রান করে অপরাজিত থাকেন তিনি। 

১৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে থেকে আইপিএল শেষ করেছে লখনৌ সুপার জায়ান্টস।

Details Bottom
Details ad One
Details Two
Details Three