Image

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই শেষ আনরিখ নরকিয়ার

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই শেষ আনরিখ নরকিয়ার

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই শেষ আনরিখ নরকিয়ার

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই শেষ আনরিখ নরকিয়ার

ক্রিকেট বিশ্বে আনরিখ নরকিয়ার মত দুর্ভাগ্য হয়তো খুব কম ক্রিকেটারেরই আছে। ইনজুরির কারণে ২০১৯ ও ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে খেলা হয়নি এই পেসারের। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখেও আবারো চোট হানা দিয়েছে। চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেও ছিটকে গেছেন আনরিখ নরকিয়া।

ক্রিকেট দক্ষিণ আফ্রিকার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে, সোমবার নরকিয়ার স্ক্যান করানো হয়েছে। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৫০ ওভার খেলার জন্য সময়মতো সুস্থ হওয়ার সম্ভাবনা নেই তার। 

আনরিখ নরকিয়া সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন গত জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপে, এরপরে আর খেলেননি। পাকিস্তানের বিপক্ষে সাদা বলের সিরিজ দিয়ে ফেরার কথা ছিল তার। তবে নেটে অনুশীলনের সময় তার পায়ে আঘাত লেগে আঙুল ভেঙে যায়। এরপর থেকে তিনি আর কোনো ম্যাচ খেলেননি। একারণে ছিটকে গেছেন এসএ টি-টোয়েন্টি থেকেও।

চ্যাম্পিয়ন্স ট্রফির দল ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। আনরিখ নরকিয়ার পরিবর্তে কাকে নেয়া হবে তা দ্রুতই ঘোষণা করবে দলটি। নরকিয়ার জায়গায় চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারেন আরেক পেসার জেরাল্ড কোয়েটজি। যদিও কোয়েটজিও চোটের কারণে বাইরে ছিলেন। তবে এসএটি-টোয়েন্টি দিয়ে তিনি আবারো খেলায় ফিরেছেন।

Details Bottom
Details ad One
Details Two
Details Three