Image

পাকিস্তানকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 মাস আগেআপডেট: 1 ঘন্টা আগে
পাকিস্তানকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড

পাকিস্তানকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড

পাকিস্তানকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড

ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ক্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হয়েছে নিউজিল্যান্ড। আগে ব্যাট করে ২৪২ রানে স্বাগতিকরা অলআউট হলে মাত্র ৫ উইকেট হারিয়ে ৪৫.২ ওভারে লক্ষ্য তাড়া করে ফেলে কিউইরা।

করাচি ন্যাশনাল স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। সালমান আঘা করেন ৪৫ রান।

তায়বেব তাহির খেলের ৩৮ রানের ইনিংস। তাছাড়া বাবর আজমের ২৯ এবং ফাহিম আশরাফের ২২ রানে ২৪২ রানের পুঁজি পায় পাকিস্তান। তবে তারা অলআউট হয় ইনিংস শেষ হওয়ার ৩ বল আগেই।

নিউজিল্যান্ডের হয়ে ৪৩ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন উইলুয়াম ও'রোর্ক। ২ টি করে উইকেট পান মিচেল স্যান্টনার ও মাইকেল ব্রেসওয়েল।

রান তাড়া করতে নেমে প্রথমেই উইল ইয়ংকে হারায় নিউজিল্যান্ড।  তারপর ৭১ রানের জুটি গড়েন ডেভন কনওয়ে এবং কেন উইলিয়ামসন। কেন করেন ৩৪ এবং কনওয়ে করেন ৪৮ রান। দলের হয়ে সর্বোচ্চ ৫৮ বলে ৫৭ রানের ইনিংস খেলেন ড্যারিল মিচেল।

টম ল্যাথাম করেন ৫৬ রান। শেষ দিকে গ্লেন ফিলিপসের ২০ রানের সুবাদে সহজেই জয় পায় নিউজিল্যান্ড। পাকিস্তানের হয়ে নাসিম শাহ শিকার করেন ২ উইকেট। ম্যাচ সেরা হন ও'রোর্ক।

Details Bottom
Details ad One
Details Two
Details Three