Image

মুশফিকুর রহিমকে বিসিবির ধন্যবাদ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 3 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
মুশফিকুর রহিমকে বিসিবির ধন্যবাদ

মুশফিকুর রহিমকে বিসিবির ধন্যবাদ

মুশফিকুর রহিমকে বিসিবির ধন্যবাদ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমের ওয়ানডে থেকে অবসর ঘোষণার পর তাকে অসাধারণ ক্যারিয়ারের জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও সম্মান জানিয়েছে। প্রায় দুই দশকের বর্ণাঢ্য পথচলা শেষে আন্তর্জাতিক একদিনের ক্রিকেটকে বিদায় বললেন এই নির্ভরযোগ্য ব্যাটার ও উইকেটরক্ষক।

বিসিবি এক বিবৃতিতে জানায়, মুশফিকুর রহিমের নিবেদন, পেশাদারিত্ব এবং ক্রিকেটের প্রতি তার অদম্য ভালোবাসা বাংলাদেশ ক্রিকেটকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। ব্যাট হাতে এবং উইকেটের পেছনে তার অসামান্য অবদান দেশের ওয়ানডে ক্রিকেটের উন্নতির জন্য অপরিহার্য ছিল।

বিসিবি সভাপতি ফারুক আহমেদ মুশফিকের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, "মুশফিকুর রহিমের পরিশ্রম, দৃঢ়তা এবং অটুট মানসিকতা আগামী প্রজন্মের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। বাংলাদেশ ক্রিকেটের সেরা ওয়ানডে মুহূর্তগুলোতে তার নাম চিরকাল উজ্জ্বল হয়ে থাকবে।"

তিনি আরো বলেন, "১৯ বছর ধরে সর্বোচ্চ পর্যায়ে এই ফরম্যাটে খেলা যে কোনো ক্রিকেটারের জন্যই বিরল কৃতিত্ব। এটি তার ধারাবাহিকতা এবং চরিত্রের শক্তিমত্তার প্রমাণ। আমি নিশ্চিত, তিনি ক্রিকেটের জন্য এখনো অনেক কিছু দেওয়ার আছে, এবং আমরা আশাবাদী যে মাঠের ভেতরে ও বাইরে তিনি আরও উচ্চ মানদণ্ড তৈরি করবেন।"

মুশফিকের ক্যারিয়ারের রয়েছে অনেক অর্জন। যেমন, ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড, ২৭৪ ম্যাচ। বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক, ৭,৭৯৫ রান।সবচেয়ে সফল উইকেটরক্ষক, ২৪৩ ক্যাচ ও ৫৬ স্টাম্পিং।ওয়ানডে অধিনায়কত্ব, ৩৭ ম্যাচ। আইসিসি ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহণ, ৫টি আসর।

মুশফিকের বিদায় বাংলাদেশের ক্রিকেটে একটি যুগের সমাপ্তি হলেও, তার অবদান এবং প্রভাব আগামী প্রজন্মের ক্রিকেটারদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three