আফগানিস্তানের সাথে শেষ ম্যাচ জিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রস্তুতি নিতে চান রিশাদ

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 3 মিনিট আগে
আফগানিস্তানের সাথে শেষ ম্যাচ জিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রস্তুতি নিতে চান রিশাদ

আফগানিস্তানের সাথে শেষ ম্যাচ জিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রস্তুতি নিতে চান রিশাদ

আফগানিস্তানের সাথে শেষ ম্যাচ জিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রস্তুতি নিতে চান রিশাদ

আফগানিস্তানের কাছে দুই ম্যাচে হারের ফলে সিরিজে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। মঙ্গলবার হোয়াইটওয়াশ এড়ানোর জন্য মাঠে নামছে দল। এর ঠিক পরেই ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সীমিত ওভারের সিরিজ খেলবে বাংলাদেশ। আফগানদের বিরুদ্ধে শেষ ম্যাচে জয় ধরে রেখে সেই রোমাঞ্চকর ছন্দই ধরে রাখতে চায় টাইগাররা।

২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে শীর্ষ আটে জায়গা করে নিতে হবে বাংলাদেশকে। সরাসরি বিশ্বকাপে খেলার এই লক্ষ্য পূরণে দুই আয়োজক সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়ে ইতিমধ্যেই নিশ্চিত। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জিতলে বাংলাদেশের জন্য এই পথ অনেকটা সহজ হতো।

শেষ ওয়ানডের আগে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে রিশাদ বলেন, "আসলে লাস্ট ম্যাচটা যেহেতু... আমরা দুইটা হেরেছি, তো টু-জিরোতে আছি এখন। তো আমাদের সবার প্ল্যান একটাই যে লাস্ট ম্যাচটা যেন জিতে ভালোভাবে দেশে ফিরে নেক্সট সিরিজটা কীভাবে ভালো করা যায়, ওই প্ল্যানে আছি সবাই আরকি।"

বিশ্বকাপের আগ পর্যন্ত বাংলাদেশ আরও ২৪টি ওয়ানডে খেলবে। ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও ভারতের বিপক্ষে মাঠে নামার মাধ্যমে দল তাদের লক্ষ্য পূরণের পথে এগোবে।

রিশাদ জানিয়েছেন, দলের আত্মবিশ্বাস অটুট। তিনি বলেন, "আমাদের সবার শতভাগ বিশ্বাস আছে (সরাসরি বিশ্বকাপে খেলবো)। আমরা কোয়ালিফাই বা এসব নিয়ে কোনো চিন্তাই করছি না। আমরা নরমাল আছি এবং আমরা সরাসরি বিশ্বকাপে খেলব ইনশাআল্লাহ।"

নিজেদের ভুল স্বীকার করে রিশাদ যোগ করেছেন, "আমরা দল হিসেবে স্বীকার করছি যে সবাই কিছু না কিছু ভুল করছি। তাই আমরা চেষ্টা করছি এই ভুলগুলো কীভাবে সংশোধন করা যায়, কোথায় কোথায় কাজ হচ্ছে তা নিয়েও সবাই কাজ করছে। আশা করা যায়, খুব দ্রুতই আমরা বিষয়টি ঠিক করে নিতে পারব।"