অটুট মিরাজের অধীনে ওয়ানডে দল সংকটে তবুও ফারুক আহমেদের আস্থা মিরাজেই

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
অটুট মিরাজের অধীনে ওয়ানডে দল সংকটে তবুও ফারুক আহমেদের আস্থা মিরাজেই

অটুট মিরাজের অধীনে ওয়ানডে দল সংকটে তবুও ফারুক আহমেদের আস্থা মিরাজেই

অটুট মিরাজের অধীনে ওয়ানডে দল সংকটে তবুও ফারুক আহমেদের আস্থা মিরাজেই

বাংলাদেশের বর্তমান ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এখন পর্যন্ত দলের প্রত্যাশা পূরণ করতে পারছেন না। তার নেতৃত্বে টাইগারদের পারফরম্যান্স নিচের দিকে, যা ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন তৈরি করেছে।

আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ ৮১ রানে হেরেছে। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় করেছে আফগানিস্তান। টানা তিন ওয়ানডে সিরিজ হারার ফলে বাংলাদেশের উদ্বেগ বাড়ছে। আবুধাবিতে অনুষ্ঠিত ম্যাচে আফগানিস্তান আগে ব্যাট করে ১৯০ রান তুললেও, জবাবে বাংলাদেশ সব উইকেট হারিয়ে ১০৯ রানে থামে।

মিরাজের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠলেও বিসিবি এখনও তার প্রতি আস্থা রেখেছে। সিলেটে এসিএল টি-টোয়েন্টির ফাইনাল দেখতে গিয়ে গণমাধ্যমকে সাবেক অধিনায়ক ও বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ বলেন, "মিরাজের ক্রিকেটীয় মেধা খুব ভালো। এটা প্রথমে বলতে হবে। সে একজন ক্যাপ্টেন ম্যাটেরিয়াল। দল যখন ভালো খেলে না তখন অধিনায়কত্বেরও অনেক ভুল বের হয়। আবার অনেক সময় দল যখন পারফর্ম করতে থাকে তখন কিন্তু অনেক ভুল করলেও পার পেয়ে যায়।"

ফারুক আরও বলেন, "একজন অধিনায়ককে দায়িত্ব দিয়েই আপনি আশা করবেন মিরাকেল করবে, না। আমি মনে করি একজন অধিনায়ককে অন্তত এক থেকে দুই বছর সময় দেয়া দরকার। তাহলে সেও একটা সময়সীমা সেট করতে পারবে আমার কোন টুর্নামেন্ট আছে, আমি কী চাই, ও সহায়তা করবে নির্বাচকদের। আমার মনে হয় মিরাজ অধিনায়কত্বে খারাপ করবে না বা করছে না। দল যখন আরেকটু ভালো খেলবে অধিনায়কত্ব আরও ভালো লাগবে।"

দলের ব্যাটিংই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বোলাররা ভালো পারফর্ম করলেও মিডল অর্ডার ব্যাটাররা ঠিক মতো রান তুলতে পারছে না। ফারুক বিষয়টি স্বীকার করেছেন, তবে আশাবাদী। তিনি বলেন, "আমি মনে করি সাবেক অধিনায়ক হিসেবে মিডল অর্ডার ব্যাটিংটা...এটা আসলে সমালোচনা নয়। কিন্তু মিডল অর্ডারটা নিয়ে আসলে টিম ম্যানেজমেন্টও ঠিক বুঝতে পারছে না কার কী পজিশন, কোথায় কাকে চেষ্টা করব বা কার ভেতর কী আছে। একই সঙ্গে আমাদের কিছু খেলোয়াড় ছন্দ হারিয়ে ফেলেছে। আপনি জাকের খুব ভালো..ওয়েস্ট ইন্ডিজ থেকেই রান করছিল কিন্তু এখন বাজে সময় যাচ্ছে।"

মিরাজের অধীনে বাংলাদেশ ওয়ানডে দল কঠিন সময়ে আছে। তবু বিসিবি ও অভিজ্ঞদের আস্থা এখনও তার প্রতি অটুট, যা দলের পারফরম্যান্সে ধীরে ধীরে উন্নতির স