এখন একটু বিশ্রাম নিব, ফাইনালের ব্যাপারে ফাইনালে কথা হবে: খাজা নাফে
- 1
রিশাদ ক্যারিয়ার সেরা র্যাংকিংয়ে, উন্নতি করেছেন পারভেজ ইমন
- 2
টানা দুই শিরোপা জয়ের খুব কাছে রংপুর রাইডার্স
- 3
দক্ষিণ আফ্রিকায় টাইগার যুবাদের দারুণ শুরু
- 4
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়ের ঘোষণা আন্দ্রে রাসেলের, শেষ মঞ্চ স্যাবাইনা পার্কেই
- 5
নারী ক্রিকেটারদের ব্যস্ত মৌসুম, ২০২৫-২৬ ক্যালেন্ডার ঘোষণা করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড

এখন একটু বিশ্রাম নিব, ফাইনালের ব্যাপারে ফাইনালে কথা হবে: খাজা নাফে
এখন একটু বিশ্রাম নিব, ফাইনালের ব্যাপারে ফাইনালে কথা হবে: খাজা নাফে
খুলনা টাইগার্সের বিপক্ষে চিটাগং কিংসকে জয়ের পথে অনেকটাই এগিয়ে দিয়েছে খাজা নাফের ৫৭ রানের ইনিংস। একের পর এক উইকেটের পতন হলেও নাফে ছিলেন অবিচল। হোসাইন তালাতের গড়েছিলেন ৭০ রানের জুটি। তবে চিটাগং কিংস কাঙ্ক্ষিত জয়টা পেয়েছে আলিস আল ইসলামের ৭ বলে ১৭ রানের সুবাদে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আলিসের প্রসঙ্গেই প্রশ্ন নিতে হলো খাজা নাফেকে। আলিসের উপর দলের বিশ্বাস ছিলো জানিয়ে তিনি বলেন, "দলের ভরসা ছিল আলিসের উপর। আগের ম্যাচগুলোতেও সে কিছু না কিছু রান করেছে। ফলে সবার বিশ্বাস ছিল সে ছক্কা মেরে দিতে পারবে। ফলে তার উপর আমরা ভরসা করেছিলাম।"
ব্যাটিং করা অবস্থায় পায়ে চোট পেয়ে মাঠ থেকে উঠে গিয়েছিলেন আলিস। তবে শেষ বল খেলতে তাকে আবারো নামতে হয় মাঠে। আলিসের চোট প্রসঙ্গে নাফে বলেন, "পায়ে ব্যথা পেয়েছিল সে ফলে রান নিতে পারবে না। ফলে শরিফুল গিয়ে চার মারলো। শেষ আলিসই ছিল একমাত্র অপশন। আমরা ভেবেছিলাম গিয়ে ছক্কা মেরে দিক।"
দলের জয়ে অবদান রাখতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া প্রকাশ করেন এই ব্যাটার, "বড় ম্যাচ, সেমিফাইনাল। চেয়েছি ভালো রান করতে দলের জন্য অবদান রাখতে। আল্লাহর কাছে শুকরিয়া। ভালো অনুভব করছি। দারুণ লাগছে।"
ফরচুন বরিশালের বিপক্ষে ফাইনাল ম্যাচ নিয়ে নাফে বলেন, "ফাইনাল ম্যাচ অনেক চাপের ম্যাচ। দুই দলের উপরেই চাপ থাকবে। কারণ এটা ফাইনাল ম্যাচ। ম্যাচে পরিস্থিতি অনুযায়ী আমরা প্ল্যান নিয়ে চিন্তা করব। এখন একটু বিশ্রাম নিব। ফাইনালের ব্যাপারে ফাইনালে কথা হবে।"