Image

সাকিবের পর তাইজুলের ২০০

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
সাকিবের পর তাইজুলের ২০০

সাকিবের পর তাইজুলের ২০০

সাকিবের পর তাইজুলের ২০০

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঢাকা টেস্টের প্রথম দিনেই তাইজুল ইসলামের রেকর্ড স্পর্শ। সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টেস্ট ক্রিকেটে ২০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন তাইজুল। ক্যারিয়ারের ৫৪ তম টেস্টে ২০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েন সাকিব। আর এই রেকর্ড ছুঁতে তাইজুলের লাগে কেবল ৪৮ টেস্ট। 

এই টেস্ট শুরুর আগে তাইজুল ইসলামের উইকেট সংখ্যা ছিল ১৯৬। নিজের ৪৮তম টেস্টে নেমে প্রথম ইনিংসেই তাইজুলের বাজিমাত। দক্ষিণ আফ্রিকার হারানো প্রথম পাঁচ উইকেটের ৪টিই যায় তাইজুলের ঝুলিতে। ম্যাথু ব্রিটজকে ফিরিয়ে সাকিবের পর ২০০ উইকেটের ক্লাবে পা রাখেন তাইজুল। 

সাদা পোশাকে ২০০ উইকেট দখলের স্বাদ নিয়েছেন তাইজুল। ক্রিকেটের সবচেয়ে কুলীন সংস্করণে তিনি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট শেষে সেটা কততে দাঁড়ায় সেটাই এখন দেখার পালা। 

 

২০১৮ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে টেস্টে ২০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েন সাকিব আল হাসান।

Details Bottom
Details ad One
Details Two
Details Three