Image

৮ উইকেট হারিয়ে ফলোঅনের শঙ্কায় বাংলাদেশ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
৮ উইকেট হারিয়ে ফলোঅনের শঙ্কায় বাংলাদেশ

৮ উইকেট হারিয়ে ফলোঅনের শঙ্কায় বাংলাদেশ

৮ উইকেট হারিয়ে ফলোঅনের শঙ্কায় বাংলাদেশ

ভারতকে ৩৭৬ রানে অলআউট করার পর ব্যাটিংয়ে নেমে দ্রুত ৩ উইকেট হারিয়ে চরম বিপাকে পরে বাংলাদেশ। লাঞ্চ বিরতি থেকে ফিরেই বিদায় নেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। সাকিব-লিটন মিলে পালটা প্রতিরোধ দেখান কিছুক্ষণ, কিন্তু এই জুটিও ইনিংস টেনে নিয়ে যেতে ব্যর্থ হন বাকিদের মতো। টি ব্রেকে যাওয়া বাংলাদেশের রান ৮ উইকেটে ১১২। পিছিয়ে আছে আরও ২৬৪ রানে, হাতে বাকি কেবল ২ উইকেট।

চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে খেলা হয়েছে ২৭.৫ ওভারে, ৮৬ রান করার বিপরীতে বাংলাদেশ উইকেট হারিয়েছে ৫টি। শান্ত, মুশফিক, লিটন, সাকিবের পর এই সেশনের শেষ উইকেট হাসান মাহমুদ। ১২ রান নিয়ে ক্রিজে অপরাজিত মেহেদী হাসান মিরাজ। ফলো অন এড়াতে দরকার আরও ৬৫ রান। হাতে বাকি কেবল দুই উইকেট। 

চেন্নাই টেস্টে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ল বাংলাদেশ। হাসান মাহমুদের ফাইফার আর তাসকিন আহমেদের ৩ উইকেট শিকারে সকালেই গুটিয়ে যায় ভারত। দিনের প্রথম সেশনের বাকি ৯ ওভার ব্যাট করে ২৬ রানেই ৩ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। ক্রিজে অপরাজিত থাকা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম লাঞ্চের পর দ্রুত উইকেট দিয়ে বাড়িয়েছেন আরও বিপদ। 

২০ রানে থাকা অধিনায়ক শান্তকে সেকেন্ড স্লিপে কোহলির হাতে ক্যাচ বানিয়ে ফেরালেন সিরাজ। টিকলেন না মুশফিকুর রহিমও। পরের ওভারে জাসপ্রীত বুমরাহ অ্যাকশনে এসেই তুলে নেন ৮ করা মুশফিকের উইকেট। এবারও ক্যাচ যায় সেকেন্ড স্লিপে লোকেশ রাহুলের হাতে। বোলারের সাথে ফিল্ডারও অবশ্য হয়েছে পরিবর্তন। বাংলাদেশের রান তখন ৫ উইকেটে ৪০। 

শান্ত-মুশফিকের বিদায়ের পর সাকিব-লিটন জুটি গড়ার চেষ্টা চালান। দ্বিতীয় সেশনের প্রথম ঘণ্টায় আর উইকেট পড়তে দেননি তারা। তবে মুহূর্তেই যেন ছন্দপতন। অহেতুক শটে একে-একে বিদায় নেন লিটন ও সাকিব। হাসান মাহমুদকে হারিয়ে বাংলাদেশ যায় চা বিরতিতে। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three