Image

আমি শুধু অভিষেকে ডাক মারতে চাইনি: আমির জাঙ্গু

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 4 সপ্তাহ আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আমি শুধু অভিষেকে ডাক মারতে চাইনি: আমির জাঙ্গু

আমি শুধু অভিষেকে ডাক মারতে চাইনি: আমির জাঙ্গু

আমি শুধু অভিষেকে ডাক মারতে চাইনি: আমির জাঙ্গু

আমির জাঙ্গুর স্বপ্নের অভিষেকে সেন্ট কিটসে ধবলধোলাই হয়েছে বাংলাদেশ। ২৭ বছর বয়সী জাঙ্গু নিজের প্রথম আন্তর্জাতিক ম্যাচে নেমেই করলেন বাজিমাত। ৮৩ বলে ম্যাচজয়ী ১০৪* রানের ইনিংস খেলে অভিষেকেই ম্যাচসেরা। তার এই অতিমানবীয় ইনিংসের পেছনে বড় অবদান বন্ধু কেসি কার্টির। হেড কোচ ড্যারেন স্যামির পরামর্শ মানার কথাও ম্যাচ শেষে শোনালেন জয়ের নায়ক জাঙ্গু। 

অভিষেকে শুধু শূন্য রানে আউট হতে চাননি আমির জাঙ্গু, আর তিনিই হাঁকালেন সেঞ্চুরি। জাঙ্গুর সঙ্গে ১৩২ রানের জুটি গড়েছেন কেসি কার্টি। বন্ধু কার্টির কথা শুনেই নিজের মতো করে খেলতে থাকেন জাঙ্গু। শেষ পর্যন্ত সেঞ্চুরি করে ওয়েস্ট ইন্ডিজকে জিতিয়েছেন। ইতিহাসের ১৬তম ও ওয়েস্ট ইন্ডিজের ২য় ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে অভিষেকে সেঞ্চুরি। মাত্র ৭৯ বলে মাইলফলক পূরণ করে আমির জাঙ্গু অভিষেকে দ্রুততম ওডিআই শতরানের রেকর্ডও গড়েছেন।

সেঞ্চুরিতে অভিষেক রাঙিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতা আমির জাঙ্গু বলেন, 'এটা পরাবাস্তব। আশ্চর্যজনক এক অনুভূতি। অনেক পরিশ্রম, অবশেষে শোধ। এখনও আশ্চর্যজনক লাগছে। আমি শুধু অভিষেকে ডাক মারতে চাইনি (হাসি)। সে (কার্টি) আমার ঘনিষ্ঠ বন্ধু, আমার কাজ সহজ করে দিয়েছে। কার্টি আমাকে অভিষেক উপভোগ করতে বলেছিলেন এবং আমি তাই করেছি।'

ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের দলের কোচ ড্যারেন স্যামির পরামর্শ মেনেই সফলতা পেলেন জাঙ্গু, 'প্রধান কোচ (ড্যারেন স্যামি) আমাদের একটি পরিষ্কার পথ তৈরি করে দিয়েছেন কিভাবে স্কোর করতে হয়। প্রতি দশ ওভার নিয়ে আমাদের লক্ষ্য ছিল।' 

বাংলাদেশের দেওয়া ৩২২ রানের লক্ষ্য স্বাগতিকেরা টপকে যায় ৪ উইকেট ও ২৫ বল হাতে রেখে। নির্বিষ বোলিংয়ের কারণে বড় সংগ্রহ পেয়েও বাংলাদেশকে ম্যাচ হারতে হয় সহজভাবে। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three