Image

বাংলাদেশের প্রাক্তন কোচ এবার নিলেন জিম্বাবুয়ের দায়িত্ব

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 4 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বাংলাদেশের প্রাক্তন কোচ এবার নিলেন জিম্বাবুয়ের দায়িত্ব

বাংলাদেশের প্রাক্তন কোচ এবার নিলেন জিম্বাবুয়ের দায়িত্ব

বাংলাদেশের প্রাক্তন কোচ এবার নিলেন জিম্বাবুয়ের দায়িত্ব

প্রাক্তন প্রোটিয়া পেসার চার্ল ল্যাঙ্গেভেল্ট জিম্বাবুয়ের বোলিং কোচের দায়িত্ব নিচ্ছেন। স্টুয়ার্ট মাতসিকেনেরি পেলেন ফিল্ডিং কোচের দায়িত্ব, যিনি সম্প্রতি অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসাবে ছিলেন। ল্যাঙ্গেভেল্ট কদিন আগেও ছিলেন আফগানিস্তানের বোলিং কোচ। দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলিং বিশেষজ্ঞ বাংলাদেশে পেস বোলিং কোচ হিসেবেও তাঁর কাজ করার অভিজ্ঞতা আছে। 

জিম্বাবুয়ে জাতীয় দলের বোলিং কোচ হিসাবে নিযুক্ত হয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন দ্রুত গতির চার্ল ল্যাঙ্গেভেল্ট। এছাড়া প্রাক্তন জিম্বাবুয়ের ব্যাটার স্টুয়ার্ট মাতসিকেনেরি যিনি জাস্টিন স্যামন্সের পূর্ণকালীন নিয়োগের আগে দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ ছিলেন, ফিল্ডিং কোচ হিসাবে কোচিং স্টাফে রয়ে গেছেন।

৬ জুলাই হারারেতে শুরু হতে যাওয়া ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগে ল্যাঙ্গেভেল্ট এবং মাতসিকেনয়েরি, স্যামন্স এবং নবনিযুক্ত সহকারী কোচ ডিওন ইব্রাহিমের সাথে যোগ দেবেন। দক্ষিণ আফ্রিকান রাভিশ গোবিন্দ এবং কার্টলি ডিজেল কৌশলগত পারফরম্যান্স কোচ এবং কন্ডিশনিং কোচ হিসাবে ব্যাকরুমে যোগ দেবেন।

গত বছরের ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ অবধি আফগানিস্তানের সাথে ল্যাঙ্গেভেল্ট কাজ করেছেন। তিনি বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার কোচিং সেট-আপের অংশও ছিলেন। সাবেক দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার ল্যাঙ্গেভেল্ট ২০০১ থেকে ২০১০—৯ বছরে ৮৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। 

Details Bottom