Image

'আমরা সাকিব ভাইয়ের শূন্যতা ভালোভাবে পূরণ করব'

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
'আমরা সাকিব ভাইয়ের শূন্যতা ভালোভাবে পূরণ করব'

'আমরা সাকিব ভাইয়ের শূন্যতা ভালোভাবে পূরণ করব'

'আমরা সাকিব ভাইয়ের শূন্যতা ভালোভাবে পূরণ করব'

গোয়ালিয়রে তিন ম্যাচ টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে কাল ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। টি-টোয়েন্টি থেকে সাকিব আল হাসানের অবসরের পর প্রথমবার এই সংস্করণে খেলতে নামছে বাংলাদেশ। সিরিজ শুরুর আগের দিন আজ সংবাদ সম্মেলনে এসে তাওহীদ হৃদয় বললেন 'আশা করি, আমরা সাকিব ভাইয়ের শূন্যতা ভালোভাবে পূরণ করব।'

ভারতের বিপক্ষে কানপুরে দ্বিতীয় টেস্ট শুরুর আগে সংবাদ সম্মেলনে এসে সাকিব আল হাসান সবাইকে চমকে দিয়ে জানান, গত টি-টোয়েন্টি বিশ্বকাপেই দেশের জার্সিতে এই সংস্করণে নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন তিনি। তাই ভারত থেকে টেস্ট খেলেই সাকিব ফিরে গেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে।

সাকিবকে ছাড়া ২০ ওভারের ফরম্যাটে বাংলাদেশের অ্যাসাইনমেন্ট। মাঠের খেলার আগে একাদশ সাজাতেই বেগ পেতে হবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে। তাওহীদ হৃদয় আজ গোয়ালিয়রে সংবাদ সম্মেলনে সাকিবের অভাব পূরণে আশাবাদ ব্যক্ত করেন,

'অবশ্যই সাকিব ভাইকে আমরা মিস করব। একদিন না একদিন তো যেতেই হবে। আশা করি নতুন কাউকে ভালোভাবে ওয়েলকাম করব।'

'সাকিব ভাই নেই। অবশ্যই আমরা সাকিব ভাইকে মিস করব। কিন্তু এখান থেকে (জাতীয় দল) একদিন না একদিন সবাইকে যেতেই হবে। আশা করি, আমরা সাকিব ভাইয়ের শূন্যতা ভালোভাবে পূরণ করব।’

শক্তিশালী ভারতের বিরুদ্ধে তাদের মাঠেই সিরিজ, তবুও যেন আশাবাদী হৃদয়, 'আমরা অবশ্যই এখানে জিততে এসেছি। এটা আমাদের জন্য সিরিজ জয়ের বড় একটা সুযোগ। এখানে আসার আগে ঢাকায় আমরা অনুশীলন করেছি। আমি মনে করি আমরা ভালোভাবে প্রস্তুত। আশা করছি ভালো করব। সবাই এখানে ভালো করতে চায়। আমরাও সেরা চেষ্টাটা করব। চাপ তো থাকেই। আন্তর্জাতিক ক্রিকেটে চাপ থাকেই কমবেশি। চাপ মাথায় থাকলে ভালো করতে পারব না। আমাদের মনোযোগ ভালো করার দিকে, ফলাফল পক্ষে আনার দিকে।'

Details Bottom
Details ad One
Details Two
Details Three